দিল্লি থেকে কলকাতা ট্রেনের চেয়েও কম ভাড়ায় প্লেন পরিষেবা, রইল তালিকা

Published : May 02, 2025, 07:45 PM IST

সবচেয়ে সস্তা বিমানের টিকিট: গরমের মরশুম শুরু হতেই বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের নানা ধরনের লোভনীয় অফার দিচ্ছে। আপনি যদি দিল্লি থেকে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে ট্রেনের চেয়েও কম ভাড়ায় বিমানে এই যাত্রা সম্পন্ন করতে পারবেন।

PREV
16
দিল্লি থেকে কলকাতার জন্য সবচেয়ে সস্তা ফ্লাইট

আপনি যদি দিল্লি থেকে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অনেক বিমান সংস্থা দুর্দান্ত অফার দিচ্ছে। ট্রেনের ভাড়ায় বিমান ভ্রমণ উপভোগ করতে পারবেন।

26
দিল্লি থেকে কলকাতা মাত্র ৫১৪১ টাকায়

cleartrip.com অনুযায়ী, ১৭ মে দিল্লি থেকে কলকাতার জন্য Air India মাত্র ৫১৪১ টাকায় ইকোনমি ক্লাসের টিকিট দিচ্ছে। তাহলে আর দেরি কেন? এই মুহুর্তে যদি আপনার কলকাতা যাওয়ার থাকে তাহলে কেটে ফেলুন বিমানের টিকিট। 

36
মাত্র আড়াই ঘন্টায় দিল্লি থেকে কলকাতা

Air India-এর এই ফ্লাইট ১৭ মে সকাল ৭.৩০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। সকাল ৯.৪৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে অবতরণ করবে।

46
ট্রেনে দিল্লি-কলকাতা ১৮-২৩ ঘন্টা

বিমানে মাত্র আড়াই ঘন্টায় দিল্লি-কলকাতা ভ্রমণ। ট্রেনে ১৮-২৩ ঘন্টা। কম ভাড়ায় ১৬-২১ ঘন্টা সময় বাঁচান।

56
ট্রেনে দিল্লি-কলকাতা ভাড়া ৫২০০-৫৪০০

শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসে দিল্লি-কলকাতা ভাড়া ফার্স্ট এসিতে ৫৩১৫ টাকা। শিয়ালদহ রাজধানীতে ৫২১০ টাকা। কলকাতা রাজধানীতে ৫৩৬০ টাকা। তার থেকে বিমান ভাড়া অনেক সস্তা। এবং আরামদায়কও। 

66
Indigo-তে দিল্লি-কলকাতা ৫২৭১ টাকায়

১৭ মে Indigo-র ফ্লাইটে দিল্লি-কলকাতা ইকোনমি ক্লাসে ৫২৭১ টাকা। সকাল ৫.১৫-তে উড়ে সকাল ৭.৩০-তে কলকাতায় পৌঁছাবে। ফলে জরুরি কাজের প্রয়োজনে কলকাতা যেতে চাইলে সময়ও বাঁচবে আপনার। 

click me!

Recommended Stories