Aadhaar & Bank Account LInk: এখন বাড়িতে বসেই করুন আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক

আধার কার্ড এখন সবকিছুর ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সিম কার্ড থেকে শুরু করে মন্দিরে দর্শনের টিকিট বুকিংয়ের জন্যও আধার কার্ড লাগে। আর ব্যাঙ্কের কথা তো বলার অপেক্ষা রাখে না। 

Subhankar Das | Published : Mar 29, 2025 7:32 PM
15
Aadhaar & Bank Account LInk

অনেকেই আছেন যারা পিএফ-এর টাকা তুলতে চান। ইপিএফ-এর ওয়েবসাইটে গিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন। কিন্তু শেষে দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা নেই। তাই আধার লিঙ্ক করার পরে আবার প্রথম থেকে শুরু করতে হয়। এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে। 
 

25
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক

তবে আগে আধার কার্ড ছাড়াও অ্যাকাউন্ট খোলা যেত। কিন্তু এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা দরকার। আপনি কি জানেন, বাড়িতে বসেই আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়? এর জন্য ধাপে ধাপে কী করতে হবে, তা জেনে নিন। 
 

35
সেইজন্য প্রথমে NPCI-এর ওয়েবসাইটে যেতে হবে

* লিঙ্কটি খোলার পর স্ক্রিনে 'কনজিউমার' অপশনটিতে ক্লিক করুন। 

* তারপর 'ভারত আধার সিডিং এনাবেল' অপশনে ক্লিক করতে হবে। 

* এরপর একটি পেজ খুলবে, যেখানে বাঁ দিকে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে 'আধার সিডিং/ডি-সিডিং' অপশনটি সিলেক্ট করতে হবে। 
 

45
* এরপর আপনার আধার নম্বর দিতে হবে

আধার লিঙ্ক করতে চাইলে সিডিং এবং লিঙ্ক বাতিল করতে চাইলে ডি-সিডিং অপশনটি সিলেক্ট করুন। 

* সিডিং সিলেক্ট করার পর আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর নিশ্চিত করুন। 

* সবশেষে পেজের নিচে ক্যাপচা এন্টার করে সাবমিট করুন। দুই থেকে তিন দিনের মধ্যে আপনার আধার ও ব্যাঙ্ক লিঙ্ক হয়ে যাবে। 
 

55
কীভাবে স্ট্যাটাস জানবেন?

আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস জানতে স্ক্রিনে বাঁ দিকে থাকা 'আধার ম্যাপড স্ট্যাটাস'-এ ক্লিক করুন। এরপর আপনার আধার নম্বর দিলেই লিঙ্কের স্ট্যাটাস জানতে পারবেন। এই কাজটি আপনি আপনার ফোনেও করতে পারেন। ব্যাঙ্ক বা আধার সেবা কেন্দ্রে গিয়েও একই কাজ করতে পারবেন। এর জন্য কোনো খরচ লাগবে না। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos