ট্রেনের টিকিট কাটলে এই ৪টি জিনিস বিনামূল্যে পাওয়া যায়! জানতেন? তালিকা দেখলে চমকে উঠবেন

ট্রেনের টিকিট কিনলে কিছু সুবিধা বিনামূল্যে পাওয়া যায়, জানেন কি? হয়তো এতদিন জানতেন না। রইল বিস্তারিত তথ্য। 

Parna Sengupta | Published : Nov 18, 2024 9:09 AM IST
15

আমাদের অনেকেই নিয়মিত ট্রেনে ভ্রমণ করি। ট্রেনে উঠতে টিকিট লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু, ট্রেনের টিকিট কিনলে কিছু সুবিধা বিনামূল্যে পাওয়া যায়, জানেন কি? হয়তো এতদিন জানতেন না। বিনামূল্যে খাবার, বিছানা ইত্যাদি সুবিধা পেতে পারেন। কীভাবে পাবেন, এবার জেনে নিন…

25

১. বিনামূল্যে খাবার

ট্রেনের টিকিট কিনলে বিনামূল্যে খাবার পেতে পারেন। তবে রাজধানী, দুরন্ত, শতাব্দী ইত্যাদি প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করতে হবে। আর একটি শর্ত আছে। ট্রেন কমপক্ষে দুই ঘন্টা দেরি হলে তবেই বিনামূল্যে খাবার পাবেন।

35

2. বিনামূল্যে চিকিৎসা সহায়তা…

ট্রেনে ভ্রমণের সময় কোনো স্বাস্থ্য সমস্যা হলে বিনামূল্যে চিকিৎসা সহায়তা পাবেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। অবস্থা গুরুতর হলে রেল কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করবেন।

45

৩. বিনামূল্যে অপেক্ষাগার: অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। আগে থেকে স্টেশনে গিয়ে অপেক্ষা করলে অপেক্ষাগার ব্যবহার করতে পারবেন। স্টেশনের এসি বা নন-এসি অপেক্ষাগারে অপেক্ষা করতে পারেন। এর জন্য ট্রেনের টিকিট দেখাতে হবে।

55

৪. বিনামূল্যে জিনিসপত্র রাখার জন্য…

দেশের সব বড় রেল স্টেশনে জিনিসপত্র রাখার জন্য রুম আছে। লকার রুম বা ক্লক রুম নামে পরিচিত এই রুমে সর্বোচ্চ ১ মাস পর্যন্ত জিনিসপত্র রাখা যায়। তবে এর জন্য কিছু টাকা দিতে হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos