এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেতন বৃদ্ধি! ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৩৫ হাজার টাকা করার দাবি সরকারি কর্মীদের
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় ২ দ্বিগুণ হতে পরে। তেমনই গুঞ্জন অষ্টম পে কমিশন নিয়ে। যদিও অষ্টম পে কমিশন কবে গঠন করা হবে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার।
Saborni Mitra | Published : Nov 17, 2024 5:06 AM IST
অষ্টম পে কমিশন
অষ্টম পে কমিশন নিয়ে জল্পনা চলছে। একাধিক রিপোর্টে বলা হয়েছে খুব তাড়াতাড়ি অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হতে পারে।
অষ্টম পে কমিশন গঠনের দাবি
অষ্টম পে কমিশন গঠনের দাবি নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কর্মীরা বৈঠক করেছেন। তাই মনে করা হচ্ছে অষ্টম পে কমিশন দ্রুত গঠন করা হতে পারে।
সপ্তম পে কমিশনের ১০ বছর পুরাণ
২০২৬ সালের জুলাই মাসে ১০ বছর পুরণ হবে সপ্তম বেতন কমিশনের। তাই অষ্টম বেতন কমিশনের দাবি ধীরে ধীরে উঠতে শুরু করেছে।
বেতন বৃদ্ধির জল্পনা
ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্রর দাবি করলেন, ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করা উচিৎ। গোপাল মিশ্রর দাবি, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা উচিত।
বেতন হতে পারে
কেন্দ্রীয় সরকার যদি এমনটা করে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন একধাক্কায় অনেকটা বাড়বে। ১৭.৯৯০ টাকা থেকে বেড়ে হতে পারে ৫১ হাজার ৪৫১ টাকা।
সপ্তম পে কমিশন
সপ্তম পে কমিশন গঠনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হয়েছিল। সেই সময় ন্যূনতম বেতন ৭ হাজার টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হয়।
সর্বশেষ বেতন কমিশন
২০২৪ সালে ২৮ ফেব্রুয়ারি সপ্তম পে কমিশন গঠন করা হয়েছিল সেই সুপারিশগুলি কার্যকর করা হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি।
সপ্তম পে কমিশনে মানা হয়নি
সপ্তম পে কমিশন গঠনের সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতে ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হলেও তা রাখা হয়নি। মাসিক ন্যূনতম বেতন মাত্র ১৮ হাজার টাকা রাখা হয়েছিল
অষ্টম বেতন কমিশনে সম্ভাবনা
অষ্টম পে কমিশনে সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন বা বেসিক পে ১৮ হাজার থেকে বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৫ সালেই গঠন
রিপোর্ট অনুযাযী ২০২৫ সালের জানুয়ারি মাসেই গঠন করা হতে পারে অষ্টম বেতন কমিশন। তেমনই আশা কেন্দ্রীয় সরকারের কর্মীদের। এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিক কিছু জানায়নি। তবে অষ্টম বেতন কমিশন নিয়ে জোর জল্পনা চলছে।