Gold Price: শুক্রবার নিম্নমুখী সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Aug 11, 2023, 08:29 AM IST
Gold Silver Rate

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১১ অগাস্ট শুক্রবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪৭০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,৭৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৭০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪৭,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৭০ টাকা

৮ গ্রাম - ৪৩,৭৬০ টাকা

১০ গ্রাম - ৫৪,৭০০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৭,০০০ টাকা

অন্যদিকে, ১১ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৬৭ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,৭৩৬ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৬৭০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৬,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯৬৭ টাকা

৮ গ্রাম - ৪৭,৭৩৬ টাকা

১০ গ্রাম - ৫৯,৬৭০ টাকা

১০০ গ্রাম - ৫,৯৬,৭০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম নীচের দিকে রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৩ টাকা

৮ গ্রাম: ৫৮৪ টাকা

১০ গ্রাম: ৭৩০ টাকা

১০০ গ্রাম: ৭,৩০০ টাকা

আরও পড়ুন-

Sex Toy: চরম যৌন সুখের আনন্দ পেতে ‘সেক্স টয়’-এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, জেনে নিন এর গুণাবলী
Tips For Good Luck: বাড়িতে পূজাপাঠের ক্ষেত্রে ১০টি মারাত্মক ভুল অবশ্যই এড়িয়ে চলুন
Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?
সিপিএমের ‘ভুল সংশোধনী’-তে বউ আর পার্টির মধ্যে দোনোমনা, বিবাহ বনাম দলের মধ্যে এগিয়ে কে?

PREV
click me!

Recommended Stories

Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩