Fuel Price: শুক্রবার কি কলকাতায় বাড়ল পেট্রোল আর ডিজেলের দাম? জানতে ক্লিক করুন এখানে

কলকাতা সহ দেশের চার মেট্রো সিটির জ্বালানি তেলের দাম নিত্য দিনই পরিবর্তন করা হয়। কলাকাতার সঙ্গে রইল দেশের চার শহরের জ্বালানি তেলের দাম।

 

শুক্রবার কি দাম বাড়ল পেট্রোল আর ডিজেলের মত নিত্যপ্রয়োদজনীয় জিনিসের। সকালবেলা ঘুম থেকে উঠেই একবার চোখ বুলিয়ে নিন দেশের চার মেট্রোসিটির জ্বালানি তেলের।

কলকাতার পেট্রোল আর ডিজেলের দামঃ

Latest Videos

শুক্রবার কলকাতার পেট্রেলোর দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯২ টাকা ৭৬ পয়সা।

দেশের বাকি তিন মেট্রো শহরে জ্বালানির দামঃ

শুক্রবার চেন্নাইতে লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা। দিল্লিতে দাম ৮৯ টাকা ৬২ পয়সা। আর মুম্বইতে ডিলের দাম ৯৭ টাকা ২৮ পয়সা।

চেন্নাইতে পেট্রোলের দাম ১০২টাকা ৬৩ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। আর মুম্বইতে পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা।

 

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানি তেলের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেলের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News