Gold Price: শুক্রবার ঊর্ধ্বমুখী সোনার দামের পারদ, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Jul 28, 2023, 07:19 AM ISTUpdated : Jul 28, 2023, 07:56 AM IST
gold price hike

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৮ জুলাই শুক্রবার সোনার দাম নিম্নমুখী। ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৪৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৩৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৪৫০ টাকা। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৪,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৫,৫৪৫ টাকা

৮ গ্রাম: ৪৪,৩৬০ টাকা

১০ গ্রাম: ৫৫,৪৫০ টাকা

১০০ গ্রাম: ৫,৫৪,৫০০ টাকা

অন্যদিকে ২৮ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০৪৯ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,৩৯২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৪৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার হয়েছে ৬,০৪,৯০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম: ৬,০৪৯ টাকা

৮ গ্রাম: ৪৮,৩৯২ টাকা

১০ গ্রাম: ৬০,৪৯০ টাকা

১০০ গ্রাম: ৬,০৪,৯০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৮.৪০ টাকা

৮ গ্রাম: ৬২৭.২০ টাকা

১০ গ্রাম: ৭৮৪ টাকা

১০০ গ্রাম: ৭,৮৪০ টাকা

আরও পড়ুনঃ

Weather News: বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের ভ্রুকুটি, শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Anju Nasrullah: হোটেল ম্যানেজার হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন অঞ্জু, নাসরুল্লাকে বিয়ের ভিডিও-র পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস

Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

PREV
click me!

Recommended Stories

Gratuity Calculation Formula: ৩০,০০০ টাকা সেলারি হলে কত টাকা মিলবে গ্রাচ্যুইটি! দেখে নিন এই সোজা হিসেব
Gold Price: মধ্যবিত্তের মাথায় হাত, বুধবারে ফের বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরের সোনার দর