Gold Price: মঙ্গলবার কি মধ্যবিত্তের নাগালে এল সোনা রুপোর দাম? দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Aug 15, 2023, 07:53 AM IST
Silver Investment in India

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

স্বাধীনতা দিবসের দিন কলকাতায় কত সোনার দাম?

১৫ অগাস্ট মঙ্গলবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৪৬৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৩,৭২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৬৫০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৪৬,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৬৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৭২০ টাকা

১০ গ্রাম - ৫৪,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৬,৫০০ টাকা

অন্যদিকে, ১৫ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৫,৯৬২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৭,৬৯৬ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৫৯,৬২০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৫,৯৬,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯৬২ টাকা

৮ গ্রাম - ৪৭,৬৯৬ টাকা

১০ গ্রাম - ৫৯,৬২০ টাকা

১০০ গ্রাম - ৫,৯৬,২০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম কমে গেছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭২.৮০ টাকা

৮ গ্রাম: ৫৮২.৪০ টাকা

১০ গ্রাম: ৭২৮ টাকা

১০০ গ্রাম: ৭,২৮০ টাকা

আরও পড়ুন-

PM Modi: স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে পৌঁছলেন নরেন্দ্র মোদী, লালকেল্লায় পতাকা উত্তোলন
Weather News: স্বাধীনতা দিবসের দিনও বৃষ্টির দাপট! মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Independence Day: কাশ্মীরে ভারতের জাতীয় পতাকা নাড়লেন হিজবুল জঙ্গির ভাই, গাইলেন ‘সারে জাঁহাসে আচ্ছা’
National Flag: গাড়িতে জাতীয় পতাকা লাগালেই জেল হতে পারে, জেনে নিন পতাকা লাগানোর অধিকার শুধুমাত্র কাদের আছে

PREV
click me!

Recommended Stories

ঋণের বোঝা কমলো! এই দুই ব্যাঙ্ক কমালো সুদের হার, গ্রাহক হলে অবশ্যই জেনে রাখুন
মানি ম্যানেজমেন্ট: রবার্ট কিয়োসাকির ধনী হওয়ার ৫টি গোল্ডেন রুলস, জেনে নিন টিপস