Gold price update: সপ্তাহের শুরুতেই সস্তা সোনা, দেখে নিন আজ কলকাতায় কতয় বিকোচ্ছে হলুদ ধাতু

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

 

সপ্তাহের শুরুতেই দামে পতন সোনার। ২২ ও ২৪ ক্যারটের সোনার দাম কমল আগের তুলনায়। যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দামে পতন কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১২ জুন, সোমবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫৪০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৫০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৪০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৫,৫০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৪০০ টাকা। আজকে দাম, ৪৪,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৫,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৫৪,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে সোমবার পতন ২৪ ক্যারট সোনার দামেও। ১২ জুন ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,০৪৫ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৫৫ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৩৬০ টাকা। গতকালও দাম ছিল ৪৮,৪৪০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৪৫০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৫৫০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৫,৫০০ টাকা। বৃহস্পতিবার দাম হল ৬,০৪,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক Asit Majumdar, চিড় ধরেছে বা পায়ে
'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব? Deepak Adhikari
‘Mamata Banerjee-কে জেলে পাঠানো দরকার’ মমতাকে ফের তোপ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন
Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন শুভেন্দু
লুকিয়ে আছে বাঘ, আতঙ্কে গোটা গ্রাম | Kultali #shorts #shortsvideo #viralshorts #sundarban #tiger