Gold price update: সপ্তাহান্তে নিম্নমুখী সোনার দাম, দেখে নিন কলকাতায় আজ কতয় বিকোচ্ছে হলুদ ধাতু

Published : Jul 22, 2023, 10:09 AM IST
Gold price today 21th july 2023

সংক্ষিপ্ত

কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক। 

সপ্তাহের শেষে নিম্নমুখী সোনার দাম। শনিবার গতকালের তুলনায় বেশ খানিকটা কমল সোনার দাম। ২২ ও ২৪ ক্যারটের সোনার দাম কমল আগের তুলনায়। যদিও বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই দাম কমায় কতটা স্বস্তি দায়ক সেবিষয় সন্দেহ থেকেই যায়। বিনিয়োগকারীদের এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২২ জুলাই, শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫১৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৪০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দামও ছিল, ৫৫,৪০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৩২০ টাকা। আজকে দাম, ৪৪,১২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৪,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৫১,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

  • ১ গ্রাম - ৫,৫১৫ টাকা
  •  ৮ গ্রাম - ৪৪,১২০ টাকা 
  • ১০ গ্রাম - ৫৫,১৫০ টাকা 
  • ১০০ গ্রাম - ৫,৫১,৫০০ টাকা

অন্যদিকে কমল ২৪ ক্যারট সোনার দামেও। ২২ জুলাই ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,০১৬ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৪৪ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,১২৮ টাকা। গতকালও দাম ছিল ৪৮,৩৫২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,১৬০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৪৪০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৪,৪০০ টাকা। শনিবার দাম হল ৬,০১৬০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

  • ১ গ্রাম - ৬,০১৬ টাকা 
  • ৮ গ্রাম - ৪৮,১২৮ টাকা 
  • ১০ গ্রাম - ৬০,১৬০ টাকা 
  • ১০০ গ্রাম - ৬,০১,৬০০ টাকা

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন