Fuel price: লক্ষ্মীবারে ঝটপট দেখে নিন পেট্রোল আর ডিজেলের দাম, কলাকাতার সঙ্গে রইল মেট্রো সিটির জ্বালানি তেলের দামও

কলকাতা সহ দেশের চার মেট্রো সিটির জ্বালানি তেলের দাম নিত্য দিনই পরিবর্তন করা হয়। কলাকাতার সঙ্গে রইল দেশের চার শহরের জ্বালানি তেলের দাম।

 

লক্ষ্মীবারে বাড়ি থেকে সাত সকালেই জেনে নিন আপনার শহরে লিটার প্রতি পেট্রোল বা ডিজেলের দাম কেমন হবে। কারণ পেট্রোল বা ডিজেলের দামের ওপরই নির্ভর করে সবজিপাতি তেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। যদিও বেশ কয়েক দিনই কলকাতা সহ দেশে জ্বালানি তেলের দামে তেমন কোনও হেরফের নেই।

কলকাতায় পেট্রো আর ডিজেলের দামঃ

Latest Videos

বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ধার্য করা হয়েছে ১০৬ টাকা ৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২ টাকা ৭৬ পয়সা।

দেশের বাকি চার শহরে পেট্রোল ও ডিজেলের দামঃ

দেশের চার মেট্রো সিটি চেন্নাইতে লিটার প্রতি ডিজেলের দাম ৯২ টাকা ২৪ পয়সা। দিল্লিতে ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ৯৭ টাকা ২৮ পয়সা।অন্যদিকে এই তিন মেট্রো শহরে

পেট্রোলের দাম দেখে নিন- চেন্নাইতে লিটাক প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা

৬৩ পয়সা। দিল্লিতে ৯৬ টাকা ৭২ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা।

পেট্রোল আর ডিজেলের দাম ধার্য হওয়ার নিয়ম-

পেট্রোল আর ডিজেলের দাম ভারতে প্রতিদিনের ভিত্তিতে পরিবর্তন করা হবে। দুটি জ্বালানিতের দামই সকাল ৬টায় পরিবর্তন করা হয়। বিশ্বব্যপী তেলের দাম ঘোষণার মাত্র এক মিনিট পরেই এই দেশের পেট্রোল আর ডিজেলের দৈনিক দাম নির্ধারণ করা হয়। জ্বালানি দামের মধ্যে আবগারি শুল্ক, মূল্য সংযোগন করা হয়। ডিলালের কমিশনও এই দামের মধ্যে ধরা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যে ভ্যাট চার্জ বিভিন্ন আর সেক্ষেত্রে দামের পরিবর্তন করা হয়ে থাকে। পেট্রোলের খুচরা বিক্রয় মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিভিন্ন কারণ জ্বালানির দাম প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে রুপি থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বাড়ে, ভারতে দাম বাড়ে।

বিভিন্ন কারণ জ্বালানির দাম বিশেষত পেট্রোলের দাম প্রভাবিত হয়। এর মধ্যে রয়েছে টাকা থেকে মার্কিন ডলারের বিনিময় হার, অপরিশোধিত তেলের দাম, বৈশ্বিক সংকেত, জ্বালানির চাহিদা ইত্যাদি। যখন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পায়, তখন ভারতে দাম বেড়ে যায়। আবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমে গেছে জ্বালানি তেলের দাম অনেক সময় কমিয়ে দেওয়া হয়।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
জেলের ভিতর কতটা কষ্ট দেওয়া হচ্ছে চিন্ময় প্রভুকে? খোলসা করে সব বললেন Suvendu Adhikari
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral