Gold price update: রবিবারে ফের চড়ল সোনার দাম, জানুন কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম

এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

ছুটির দিনে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। টানা কয়েকদিন দাম কম থাকার পর ফের দাম বাড়ল হলুদ ধাতুর। বিনিয়োগকারীদের তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২১ মে, রবিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৬৩০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৮০ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৩০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৮০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৬৪০ টাকা। আজকে দাম হল ৪৫,০৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৮,০০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৬৩,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে শনিবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২১ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,১৪২ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৮৭ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৯,১৩৬ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৬৯৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬১,৪২০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৮৭০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৮,৭০০ টাকা। রবিবার দাম হল ৬,১৪,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury