Gold price: লক্ষ্মীবারেও ঊর্ধ্বমুখী সোনার দাম, কলকাতায় কত হল হলমার্কের দর? জানুন

এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

লক্ষ্মীবারেও ঊর্ধ্বমুখী সোনার দাম। বৃহস্পতিবার ফের দামি হল হলুদ ধাতু। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৭ এপ্রিল, বৃহস্পতিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৯৬ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৯৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৯৬০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৯৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৭৬০ টাকা। আজ তা বেড়ে হল ৪৪,৭৬৮ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৯,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৯,৬০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বৃহস্পতিবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২৭ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১০৫ টাকা। গতকালও এই দাম ছিল ৬,১০৪ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৮৪০ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৮৩২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬১,০৫০ টাকা। গতকাল দাম ছিল ৬১,০৪০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,১০,৪০০ টাকা। বৃহস্পতিবার দাম হল ৬,১০,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

ফের ভ্যাপসা গরমে হাঁসফাস, বৃহস্পতিবারই স্বস্তির বৃষ্টির সম্ভাবনা শহরে

বুধবারে ফের চড়ল হলুদ ধাতুর দাম, কলকাতায় আজ কত হলমার্কের দাম? দেখে নিন

এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন মঙ্গলবারের পেট্রোল-দর

Share this article
click me!

Latest Videos

চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল