এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
বুধবার ঊর্ধ্বমুখি সোনার দাম। ২৪ এবং ২২ ক্যারট সোনার দাম বেশ খানিকটা বাড়ল। । বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
২৬ এপ্রিল, বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৮৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৬৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৮৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫২০ টাকা। আজ তা বেড়ে হল ৪৪,৬৮০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৬,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৮,৫০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
অন্যদিকে বুধবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২৬ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৯৩ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৭৪৪ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৫৬৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৯৩০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৭,১০০ টাকা। বুধবার দাম হল ৬,০৯,৩০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
আরও পড়ুন -
পর পর ৩ দিন ধরে নিম্নমুখী সোনা-রুপোর দাম, দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট আপডেট
এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন রবিবারের লেটেস্ট আপডেট
এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর