Gold price: বুধবারে ফের চড়ল হলুদ ধাতুর দাম, কলকাতায় আজ কত হলমার্কের দাম? দেখে নিন

এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

বুধবার ঊর্ধ্বমুখি সোনার দাম। ২৪ এবং ২২ ক্যারট সোনার দাম বেশ খানিকটা বাড়ল। । বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৬ এপ্রিল, বুধবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৮৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৬৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৮৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৫২০ টাকা। আজ তা বেড়ে হল ৪৪,৬৮০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৬,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৮,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে বুধবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২৬ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৯৩ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৭১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৭৪৪ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৫৬৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৯৩০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৭১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৭,১০০ টাকা। বুধবার দাম হল ৬,০৯,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

পর পর ৩ দিন ধরে নিম্নমুখী সোনা-রুপোর দাম, দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট আপডেট

এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন রবিবারের লেটেস্ট আপডেট

এপ্রিলের শেষদিকে কোন শহরে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর

Share this article
click me!

Latest Videos

বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?