কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী ছিল সোনার দাম। শুক্রবার দামে কোনও বদল না আসায় এবার দাম কমার সম্ভাবনা দেখছে অনেকেই।
সপ্তাহান্তে স্থিতিশীল সোনার দাম। শুক্রবারের মতো শনিবারেও বাড়ল না সোনার দাম। গতকালের তুলনায় দামে কোও ফারাক এল না হলুদ ধাতুর। গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী ছিল সোনার দাম। শুক্রবার দামে কোনও বদল না আসায় এবার দাম কমার সম্ভাবনা দেখছে অনেকেই। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
২৯ এপ্রিল, শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৭৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৭৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৭৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৭৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৬০০ টাকা। আজকেও দাম হল ৪৪,৬০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৭,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৭,৫০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
অন্যদিকে শনিবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২৮ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৮২ টাকা। গতকালও এই দাম ছিল ৬,০৮২ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৬৫৬ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৬৫৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬০,৮২০ টাকা। গতকাল দাম ছিল ৬০,৮২০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,০৮,২০০ টাকা। শুক্রবার দাম হল ৬,০৮,২০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম