Gold price: শুক্রবারে স্থিতিশীল সোনার দাম, জানুন কলকাতায় আজ হলমার্কের দর

গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী ছিল সোনার দাম। শুক্রবার দামে কোনও বদল না আসায় এবার দাম কমার সম্ভাবনা দেখছে অনেকেই।

শুক্রবার স্থিতিশীল সোনার দাম। গতকালের তুলনায় দামে কোও ফারাক এল না হলুদ ধাতুর। গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী ছিল সোনার দাম। শুক্রবার দামে কোনও বদল না আসায় এবার দাম কমার সম্ভাবনা দেখছে অনেকেই। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

২৮ এপ্রিল, শুক্রবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৯৫ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৫৯৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৯৫০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫,৯৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৪,৭৬০ টাকা। আজকেও দাম হল ৪৪,৭৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৫৯,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৫৯,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

অন্যদিকে শুক্রবার দাম বাড়ল ২৪ ক্যারট সোনারও। ২৮ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১০৪ টাকা। গতকালও এই দাম ছিল ৬,১০৪ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৮,৮৩২ টাকা। গতকাল দাম ছিল ৪৮,৮৩২ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬১,০৪০ টাকা। গতকাল দাম ছিল ৬১,০৪০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,১০,৪০০ টাকা। শুক্রবার দাম হল ৬,১০,৪০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

আরও পড়ুন -

লক্ষ্মীবারেও স্বস্তি মিলল না জ্বালানির দামে, কলকাতা-সহ অন্যান্য শহরে কত হল পেট্রল ডিজেলের দর? জানুন

বুধবারে ফের চড়ল হলুদ ধাতুর দাম, কলকাতায় আজ কত হলমার্কের দাম? দেখে নিন

রবিবারের পর সোমবার আবার কমল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Suvendu Adhikari Live : স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে শুভেন্দু, দেখুন সরাসরি
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?