মে মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
লক্ষ্মীবারে দামে পতন সোনার। এক ধাক্কায় অনেকটাই কমল হলুদ ধাতুর দাম। গতকালের তুলনায় কমল ২২ ও ২৪ ক্যারট সোনার দাম। বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। মে মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গহণা ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
১৮ মে, বৃহস্পতিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৬৩০ টাকা। গতকালও যে দাম ছিল ৫,৬৭৫ টাকায়। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৩০০ টাকা। গতকাল ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,৭৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম গতকাল ছিল ৪৫,০৪০ টাকা। আজকেও দাম হল ৪৫,৪০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম গতকাল ছিল ৫,৬৭,৫০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হল ৫,৬৩,০০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৫,৬৩০ টাকা
৮ গ্রাম - ৪৫,০৪০ টাকা
১০ গ্রাম - ৫৬,৩০০ টাকা
১০০ গ্রাম - ৫,৬৩,০০০ টাকা
অন্যদিকে বৃহস্পতিবার দাম বাড়ল না ২৪ ক্যারট সোনারও। ১৮ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হল ৬,১৪২ টাকা। গতকালও এই দাম ছিল ৬,১৯১ টাকা। ২৪ ক্যারট ৮গ্রাম সোনার দাম ৪৯,১৩৬ টাকা। গতকাল দাম ছিল ৪৯,৫২৮ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম, ৬১,৪২০ টাকা। গতকাল দাম ছিল ৬১,৯১০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম গতকালও ছিল ৬,১৯,১০০ টাকা। বৃহস্পতিবার দাম হল ৬,১৪,২০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৬,১৪২ টাকা
৮ গ্রাম - ৪৯,১৩৬ টাকা
১০ গ্রাম - ৬১,৪২০ টাকা
১০০ গ্রাম - ৬,১৪,২০০ টাকা
আরও পড়ুন -
বুধবার কত হল সোনা-রুপোর দর? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট
মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন মঙ্গলবারের পেট্রোল-দর