জিএসটি যোগ করে দাম হয়েছে ৯৭,৩৮৬.৫ টাকা। গয়না সোনার দাম পৌঁছেছে ৮৯,৮৫০ টাকায়। কর ধরে ৯২,৫৪৫.৫ টাকা। দুটি ক্ষেত্রেই রেকর্ড তৈরি হল।
510
দাম বাড়ার কারণ
শুল্ক যুদ্ধের জেরে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেই কারণে সোনাই বিনিয়োগের সেরা জায়গা বলেও মনে করছেন অনেকে। তাই সোনার দাম উর্ধ্বগামী।
610
দাম কমার একটা সুযোগ রয়েছে
সোনা শিল্পের সঙ্গে যুক্ত এক শিল্পপতির কথায় আমেরিকা যে খুচরো হিরা ও সোনার গয়না আমদানি করে, তার ৩০% যায় চিন থেকে। ভারত থেকে যায় মাত্র ৩%। আমেরিকা চিনা পণ্যের শুল্ক বিপুল বাড়ানোয় চিনা গয়নার দামও বাড়বে। কমবে সরবরাহ। আর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি হলে সেই ফাঁক ভরাটের সুযোগ আসবে।
710
ক্রেতা কমছে
এক স্বর্ণ ব্যবসায়ীর কথায় সোনার দাম বাড়ায় ক্রেতার সংখ্যা কমছে পাল্লা দিয়েছ। ক্রেতার থেকে বাড়ছে পুরনো সোনার বিক্রেতা। পুরনো সোনা বেচে বা বদল করে সোনার গয়না করছেন অনেকে।
810
প্রতিবেশী বাংলাদেশে সোনার দাম
প্রতিবেশী বাংলাদেশেও সোনার দাম বাড়ছে। এবার এক লাখ ছুঁলো বাংলাদেশের সোনার দাম।
910
সোনার দাম
ভরিতে৪ হাজার ১৮৭ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এবার বাংলাদেশের বাজারে হবে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
1010
শুল্ক যুদ্ধ
স্বর্ণ ব্যবসায়ীদের কথায় শুল্ক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই সোনার দাম কমবে না। ধীরে ধীরে দাম বাড়বে।