Gold Price: সোনার দামে বাড়তি-কমতির হিসেব, বুধবার কত হল হলুদ ধাতুর দর? জেনে নিন লেটেস্ট আপডেট

Published : Jun 28, 2023, 06:56 AM IST
Gold price today 27th june 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৮ জুন বুধবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৪৩৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৪৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৩৫০ টাকা। বুধবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪৩,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৩৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৪৮০ টাকা

১০ গ্রাম - ৫৪,৩৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৩,৫০০ টাকা

অন্যদিকে ২৮ জুন ২৪ ক্যারট সোনার গ্রামপিছু দাম কমে গেছে ১০ টাকা করে। ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৯১৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,৩৪৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,১৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বুধবার হয়েছে ৫,৯১,৮০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯১৮ টাকা

৮ গ্রাম - ৪৭,৩৪৪ টাকা

১০ গ্রাম - ৫৯,১৮০ টাকা

১০০ গ্রাম - ৫,৯১,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বুধবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭১.৫০ টাকা

৮ গ্রাম - ৫৭২ টাকা

১০ গ্রাম - ৭১৫ টাকা

১০০ গ্রাম - ৭,১৫০ টাকা

আরও পড়ুন -

Weather News: বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, আগামী ৫ দিনের জন্য সতর্কতা জারি কোন কোন জেলায়?
দিল্লিতে অবাক কাণ্ড! প্রেমিক-প্রেমিকাকে বন্দুকের ভয় দেখিয়ে শেষে নিজেরাই ১০০ টাকা ধরিয়ে দিয়ে গেল ২ ডাকাত

Diwali Holiday in New York: কালীপুজোর আনন্দ এবার আমেরিকাতেও, নিউ ইয়র্কে ছুটি ঘোষণা
[Bikini Women]: সানিয়া থেকে দিশা, বর্ষার আবহে উষ্ণতা ছড়ালেন কোন বলি নায়িকারা?

PREV
click me!

Recommended Stories

আপনার প্রতিদিনের খরচই ঠিক করছে লোনের সুদ! জানুন ক্রেডিট স্কোরের এই হিসেব
Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব