Gold Price: সোনা-রুপোর দামে আজ হালকা বাড়বাড়ন্ত, জেনে নিন মঙ্গলবারের লেটেস্ট দর

Published : Jun 27, 2023, 07:45 AM IST
gold price today 26th june 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৭ জুন মঙ্গলবার ২২ ক্যারট সোনার গ্রামপিছু দাম বেড়েছে ১০ টাকা করে। ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৪৩৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৪৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,৩৫০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪৩,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪৩৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৪৮০ টাকা

১০ গ্রাম - ৫৪,৩৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪৩,৫০০ টাকা

অন্যদিকে ২৭ জুন ২৪ ক্যারট সোনার গ্রামপিছু দাম বেড়েছে ১০ টাকা করে। ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৯২৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,৪২৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,২৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৫,৯২,৮০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯২৮ টাকা

৮ গ্রাম - ৪৭,৪২৪ টাকা

১০ গ্রাম - ৫৯,২৮০ টাকা

১০০ গ্রাম - ৫,৯২,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭০.৯০ টাকা

৮ গ্রাম - ৫৬৭.২০ টাকা

১০ গ্রাম - ৭০৯ টাকা

১০০ গ্রাম - ৭,০৯০ টাকা

আরও পড়ুন -
Weather News: আবহাওয়ায় খারাপ খবর! বৃষ্টি থামলেই কলকাতায় ফিরতে চলেছে প্যাচপ্যাচে গরম
PM Modi: ২৭ জুন মধ্যপ্রদেশে ‘বন্দে ভারত’-এর উদ্বোধন, ৪ কোটি মানুষকে আয়ুষ্মান কার্ড বিলি করবেন নরেন্দ্র মোদী

বিশেষজ্ঞকে ‘পাগলের ডাক্তার’ ভেবে যদি মানসিক ব্যধিগ্রস্ত মানুষ চিকিৎসা করাতে রাজি না হন, তাহলে তাঁকে সাহায্য করবেন কীভাবে?

ভারতের মুসলিম প্রসঙ্গ নিয়ে এবার মোদীর পাশে দাঁড়িয়ে বারাক ওবামাকে চূড়ান্ত কটাক্ষ করলেন নির্মলা সীতারমন

PREV
click me!

Recommended Stories

Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Sensex Live Today: বৃহস্পতিবারের ঊর্ধ্বমুখী বাজারে সেনসেক্স ১৪৯ পয়েন্টএবং নিফটি ২৫,৮০০ এর উপরে