সপ্তাহের শুরুতেই কি বাড়ল সোনা রুপোর দাম? জানুন আজ দেশের চার মহানগরীতে হলমার্কের দর

দেশের বেশিরভাগ বড় শহরে সোনা রুপার দামে অপরিবর্তিতই থাকল। জেনে নেওয়া যাক দেশের কোন শহরে আজ কত হল সোনা রুপার দাম।

সপ্তাহের প্রথম দিনে বিশেষ পরিবর্তন এল না সোনার দামে। সোমবারও ২২ ক্যারট সোনা ও ১ কিলো রুপোর দামে বিশেষ কোনও বদল আসেনি। দেশের বেশিরভাগ বড় শহরে সোনা রুপার দামে অপরিবর্তিতই থাকল। জেনে নেওয়া যাক দেশের কোন শহরে আজ কত হল সোনা রুপার দাম।

আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫২,৬৫০ টাকা। গতকালও সোনার দাম প্রায় এখানেই ছিল। অন্যদিকে রাজধানীতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫২,৮০০ টাকা। মুম্বইতে সোনার দাম আজ ৫২,৬৫০ টাকা। দেশের অপর এক মেট্রো শহর চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৩,৫০০ টাকা। অন্যদিকে কলকাতায় রুপোর দাম দাঁড়িয়েছে ৭২,২০০ টাকা। দিল্লিতেও একই দাম থাকল রুপোর। রাজধানীতেও প্রতি কেজি রুপোর দাম ৭২,২০০ টাকা। বানিজ্য নগরীতে রুপোর দাম ৭২,২০০ টাকা। চেন্নাইতে আর একটু বাড়ল রুপোর দাম। কেজি প্রতি ৭৪,২০০ টাকা।

Latest Videos

দেশের কোন শহরে কত হল সোনার দাম?

Share this article
click me!

Latest Videos

পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে কীভাবে জিতেছে তৃণমূল? দেখুন কী বলছেন Suvendu Adhikari
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক Asit Majumdar, চিড় ধরেছে বা পায়ে
লুকিয়ে আছে বাঘ, আতঙ্কে গোটা গ্রাম | Kultali #shorts #shortsvideo #viralshorts #sundarban #tiger
শুভেন্দুর বাবাকে চরম অপমান তৃণমূল বিধায়কের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন Suvendu Adhikari
বাংলাদেশ ইস্যুতে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার