Gold Price: মঙ্গলবার সোনা-রুপোর দামে কতটা হল হেরফের? দেখে নিন লেটেস্ট আপডেট

Published : Aug 08, 2023, 07:09 AM IST
Gold Price Today

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। বিগত মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৮ অগাস্ট মঙ্গলবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম হল ৫,৫১৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম ৪৪,১২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,১৫০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম আজ হল, ৫,৫১,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫১৫ টাকা

৮ গ্রাম - ৪৪,১২০ টাকা

১০ গ্রাম - ৫৫,১৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৫১,৫০০ টাকা

অন্যদিকে, ৮ অগাস্ট ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০১৬ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৮,১২৮ টাকা। ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম, ৬০,১৬০ টাকা। ২৪ ক্যারট ১০০ গ্রাম সোনার দাম ৬,০১,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০১৬ টাকা

৮ গ্রাম - ৪৮,১২৮ টাকা

১০ গ্রাম - ৬০,১৬০ টাকা

১০০ গ্রাম - ৬,০১,৬০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম নীচের দিকে রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম: ৭৫ টাকা

৮ গ্রাম: ৬০০ টাকা

১০ গ্রাম: ৭৫০ টাকা

১০০ গ্রাম: ৭,৫০০ টাকা

আরও পড়ুন-

Weather News: ভারী বর্ষণের সাথে ঝোড়ো হাওয়ার তাণ্ডব! বৃষ্টি থামবে কবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
Hymenoplasty: যৌন সঙ্গমে ভার্জিনিটি-র আনন্দ ফিরিয়ে আনতেই কি হাইমেনোপ্লাস্টি-র দিকে ঝুঁকছেন মহিলারা?
DA Increase News: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর! ৩ শতাংশ ডিএ বাড়ার ইঙ্গিত

Rocky Aur Rani Ki Prem Kahani: শাবানা আজমিকে চকাস করে চুমু খেয়ে ফেললেন ধর্মেন্দ্র! হেমা মালিনী কি রেগে আগুন?

PREV
click me!

Recommended Stories

এসবিআই- কয়েক লক্ষ গ্রাহকদের জন্য বিরাট সুখবর! গ্রাহক হলে অবশ্যই জেনে নিন
Gold Price Today: সপ্তাহ প্রথমেই আবার আগুন হল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?