লক্ষ্মীবারে বাড়বাড়ন্ত হলেও শুক্রবার ফের কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

Published : Apr 14, 2023, 07:01 AM ISTUpdated : Apr 14, 2023, 07:08 AM IST
gold price in noida

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৪ এপ্রিল শুক্রবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৬১০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,১০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৮৮০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ পড়তির দিকে। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬১,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬১০ টাকা

৮ গ্রাম - ৪৪,৮৮০ টাকা

১০ গ্রাম - ৫৬,১০০ টাকা

১০০ গ্রাম - ৫,৬১,০০০ টাকা

অন্যদিকে শুক্রবারে দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। ১৪ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১২০ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৯৬০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬,১২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার কমে হয়েছে ৬,১২,০০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১২০ টাকা

৮ গ্রাম - ৪৮,৯৬০ টাকা

১০ গ্রাম - ৬,১২০০ টাকা

১০০ গ্রাম - ৬,১২,০০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম নিম্নমুখী হলেও রুপোর দাম রয়েছে উঠতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৮ টাকা

৮ গ্রাম - ৬২৪ টাকা

১০ গ্রাম - ৭৭৮ টাকা

১০০ গ্রাম - ৭,৮০০ টাকা

আরও পড়ুন -

বৈশাখ মাসের শুরুতেই রয়েছে সোম প্রদোষ তিথি, জেনে নিন ভগবান শিবের পুজোর গুরুত্বপূর্ণ নিয়মগুলি

ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে ভারতের করোনা পরিস্থিতি, স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে আশঙ্কার আভাস

Fire News: দাউদাউ করে জ্বলে উঠল বদ্ধ কারখানা, তপসিয়ায় জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?