নিম্নমুখী হয়েও ফের চড়ল সোনা-রুপোর দাম, দেখে নিন শনিবারের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

Web Desk - ANB | Published : Apr 22, 2023 1:43 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২২ এপ্রিল শনিবার প্রতি গ্রামে ২০ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬০৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,০৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৮৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬০,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬০৫ টাকা

৮ গ্রাম - ৪৪,৮৪০ টাকা

১০ গ্রাম - ৫৬,০৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬০,৫০০ টাকা

অন্যদিকে শনিবারে প্রতি গ্রামে ২২ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ২২ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১১৫ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৯২০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,১৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার বেড়ে হয়েছে ৬,১১,৫০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১১৫ টাকা

৮ গ্রাম - ৪৮,৯২০ টাকা

১০ গ্রাম - ৬১,১৫০ টাকা

১০০ গ্রাম - ৬,১১,৫০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৭.৬০ টাকা

৮ গ্রাম - ৬২০.৮০ টাকা

১০ গ্রাম - ৭৭৬ টাকা

১০০ গ্রাম - ৭,৭৬০ টাকা

আরও পড়ুন -

প্রায় ৭ হাজার মিটার নীচে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন অনুরাগ মালু, দেখুন হিমালয়ের সেই হাড় হিম করা ভিডিও
টুইটারের বিকল্প হিসেবে এল নয়া অ্যাপ ‘ব্লুস্কাই’, নিয়ে এলেন টুইটারেরই সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি

চলে গেলেন সৌগত রায়ের পত্নী ডলি রায়, স্ত্রীকে হারিয়ে শোকে মুহ্যমান তৃণমূল সাংসদ

Read more Articles on
Share this article
click me!