DA নিয়ে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য, উৎসবের মরশুম শেষের আগেই পেতে পারেন সুখবর
উৎসবের মরশুমেই সরকারি কর্মীদের ডিয়ে বা ডিয়ারনেস অ্যালোয়েন্স বাড়তে পারে। যার জন্য সরকারকে সামলাতে হতে পারে ১৩ হাজার কোটি টাকার ধাক্কা।
Saborni Mitra | Published : Oct 12, 2024 12:35 PM IST / Updated: Oct 12 2024, 06:06 PM IST
ডিএ নিয়ে ঘোষণা
কেন্দ্র সরকার সূত্রের খবর ছিল দুর্গা পুজো বা নবরাত্রিরের আগেই বাড়ান হতে পারে সরকারি কর্মীদের ডিএ। কিন্তু তা হয়নি।
উৎসবের মরশুমে ডিএ ঘোষণা
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মরশুমেই ডিএ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তিন শতাংশ হারে ডিএ বাড়তে পারে। য়ার কারণে এক ধাক্কায় বেতন বাড়তে পারে অনেকটা।
উৎসবের মধ্যেই টাকা হাতে !
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা হতে মোটা অঙ্কের টাকা পেতে পারে।
১ জুলাই থেকে ডিএ কার্যকর
গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ এরিয়ার-ও পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
সরকারের ওপর বোঝা
এই ডিএ বৃদ্ধির ফলে সরকারের ওপর বাড়তি ১৩ হাজার কোটি টাকা বোঝা বাড়তে পারে।
দুইবার মহার্ঘ ভাতা
নিয়মমত সরকারি কর্মীর বছরে দুইবার মহার্ঘ ভাতা পেয়ে থাকে। জানুয়ারি আর জুলাই।
আবেদন
সরকারের তরফে যাতে দ্রুত ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এই দাবি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখা হয়েছিল।
তবে এখনও ঘোষণা হয়নি
তবে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি। তাই অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর অক্টোবর থেকে বাড়তে পারে ডিএ।
গতবারের ডিএ
গত বার ৪% ডিএ বেড়েছিল। চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে।