কেন্দ্র সরকার সূত্রের খবর ছিল দুর্গা পুজো বা নবরাত্রিরের আগেই বাড়ান হতে পারে সরকারি কর্মীদের ডিএ। কিন্তু তা হয়নি।
210
উৎসবের মরশুমে ডিএ ঘোষণা
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মরশুমেই ডিএ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
310
ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তিন শতাংশ হারে ডিএ বাড়তে পারে। য়ার কারণে এক ধাক্কায় বেতন বাড়তে পারে অনেকটা।
410
উৎসবের মধ্যেই টাকা হাতে !
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা হতে মোটা অঙ্কের টাকা পেতে পারে।
510
১ জুলাই থেকে ডিএ কার্যকর
গত ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ এরিয়ার-ও পাবেন কেন্দ্র সরকারি কর্মীরা।
610
সরকারের ওপর বোঝা
এই ডিএ বৃদ্ধির ফলে সরকারের ওপর বাড়তি ১৩ হাজার কোটি টাকা বোঝা বাড়তে পারে।
710
দুইবার মহার্ঘ ভাতা
নিয়মমত সরকারি কর্মীর বছরে দুইবার মহার্ঘ ভাতা পেয়ে থাকে। জানুয়ারি আর জুলাই।
810
আবেদন
সরকারের তরফে যাতে দ্রুত ডিএ বৃদ্ধির ঘোষণা হয় এই দাবি জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখা হয়েছিল।
910
তবে এখনও ঘোষণা হয়নি
তবে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি। তাই অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর অক্টোবর থেকে বাড়তে পারে ডিএ।
1010
গতবারের ডিএ
গত বার ৪% ডিএ বেড়েছিল। চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে।