এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললেই মিলবে ২ লক্ষ টাকার সুবিধা! মোদী সরকারের নয়া ধামাকা

নতুন বছরে দুর্দান্ত সুযোগ গ্রাহকদের জন্য। জানেন কী এই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুললেই মিলবে ২ লক্ষ টাকার দারুণ সুবিধা। অনেকেই এই সম্পর্কে জানেন না। রইল বিস্তারিত তথ্য। 

Parna Sengupta | Published : Jan 5, 2025 6:53 PM
113

বর্তমানে অনেকের আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। আগে খরচ করার পর অবশিষ্ট অর্থ সঞ্চয় করা হত, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।

213

সঞ্চয় করার পর অবশিষ্ট অর্থই খরচ করা হচ্ছে। পরিবর্তিত আর্থিক চাহিদা এবং স্বাস্থ্যগত পরিস্থিতির কারণে সঞ্চয়ের পাশাপাশি জীবন বীমা প্রকল্পেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

313

তবে সরকারি কিছু বীমা প্রকল্প সম্পর্কে অনেকেরই ধারণা নেই।দেশের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত এই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

413

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাপকভাবে উপলব্ধ হচ্ছে। সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি লাভভোগীর অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে।

513

আপনার যদি সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকে তাহলে দুটি জীবন বীমা প্রকল্পের সুবিধা পেতে পারেন, এই বিষয়টি কতজন জানেন?

613

যেকোনো জাতীয় ব্যাংকে সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকলেই ৪ লক্ষ টাকার জীবন বীমা পাওয়া যায়।

713

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা..

দরিদ্র জনগণকে জীবন বীমা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে।

813

এই প্রকল্পে মাত্র ২০ টাকা প্রিমিয়ামে ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হয়।

913

কোনো দুর্ঘটনায় অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে ব্যাংক ২ লক্ষ টাকা জীবন বীমা ক্ষতিপূরণ প্রদান করে।

1013

এর জন্য বছরে ২০ টাকা প্রিমিয়াম দিতে হয়। অ্যাকাউন্টধারীকে প্রতি বছর লিখিতভাবে স্বাক্ষর করে ব্যাংকে আবেদন করতে হবে। প্রিমিয়াম না দিলে বীমা বন্ধ হয়ে যাবে। তাই অটো ডেবিট সেট করে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

1113

জীবন জ্যোতি প্রকল্প..

কেন্দ্রীয় সরকারের আরেকটি প্রকল্প হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা।

1213

অ্যাকাউন্টধারীর স্বাভাবিক মৃত্যু অথবা অসুস্থতা, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

1313

এই প্রকল্পের জন্য ব্যাংক ভেদে বছরে ৪৫০ থেকে ৫০০ টাকা প্রিমিয়াম দিতে হয়। এত কম অর্থে বেসরকারি কোনো প্রতিষ্ঠান এ ধরনের বীমা প্রকল্প প্রদান করে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos