১২% GST প্রত্যাহার জুন মাসেই! কেন্দ্রের বড় সিদ্ধান্ত দাম কমতে পারে এই পণ্যগুলির

Published : Jun 06, 2025, 10:36 AM IST

GST Council: জুন বা জুলাই মাসে বড় সিদ্ধান্ত নিতে চলছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রত্যাহার করা হতে পারে ১২ শতাংশের ট্যাক্স স্ল্যাব।

PREV
116
বড় সিদ্ধান্ত!

জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল খুব তাড়াতাড়ি বড় সিদ্ধান্ত নিতে চলছে। ১২ শতাংশের ট্যাক্স স্ল্যাব প্রত্যাহার করতে পরে।

216
ট্যাক্স স্ল্যাব

জিএসটি কাউন্সিল যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে ট্যাক্স স্ল্যাব ৪ থেকে কমিয়ে ৩ করা হতে পারে।

316
জুনেই সিদ্ধান্ত

সূত্রের খবর জুন মাসের শেষে বা জুলাই মাসে সংসদের বাদল অধিবেশনের আগেই জিএসটি কউন্সের বৈঠক হতে পরে। সেখনেই ১২ শতাংশের জিএসটি স্ল্যাব প্রত্যাহার করা হতে পারে।

416
সিদ্ধান্তের কারণ

সূত্রের খবর ২ লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি আদায়ের ফলেই কাউন্সিল স্ল্যাব কমানোর দিকে হাঁটতে পারে।

516
রাজস্বের স্থিতিশীলতা বজায় রেখেই সিদ্ধান্ত

রাজস্বের স্থিতিশীলতাকে বজায় রেখে জিএসটির স্ল্যাব থেকে ১২ শতাংশের পর্বটিকে বাদ দেওয়ার ব্যাপারেই ভাবছেন সকলে।

616
চারটি জিএসটি স্ল্যাব

বর্তমানে চারটি প্রধান জিএসটি স্ল্যাব রয়েছে- ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ আর ২৮ শতাংশ। এছাড়াও গহনার উপরে আলাদা করে ৩ শতাংশ জিএসটি ধার্য হয়।

716
সমর্থন

বেশিরভাগ রাজনৈতিক দল, রাজ্য সরকার, বিশেষজ্ঞ ও কেন্দ্রীয় মন্ত্রিগ্রুপের প্রতিনিধিরা ১২ শতাংশের জিএসটি স্ল্যাব প্রত্যাহার করার পরিকল্পনাকে সমর্থন করেছেন।

816
১২ শতাংশের স্ল্যাবের পণ্য

কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর ১২ শতাংশের স্ল্যাবে যে পণ্যগুলি রয়েছে সেগুলি গামী দিনে হয় ৫ শতাংশ নয়তো ১৮ শতাংশের স্ল্যাবে দেওয়া হবে। যদিও আদিকারিকরা জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি ৫ শতাংশের স্ল্যাবে দেওয়া হবে। যাতে দাম কমবে অনেকটাই।

916
১২ শতাংশের স্ল্যাবে থাকা পণ্য

খাদ্য থেকে পাণীয়। এমনকি জুতো ও ঘরের জিনিস রয়েছে এই তালিকায়।

1016
প্রসেসড প্যাকেজ ফুড-

মাখন, ঘি, চিজ, পনির, ফলের রস, জ্যাম, জেলি, স্ন্যাক্স জাতীয় জিনিস।

1116
ড্রাই আর প্রিজারভড ফুড

আমন্ড, খেজুর-সহ একাধিক শুকনো ফল এই তালিকায় প়ড়ে।

1216
পানীয়

ফলের রস, প্যাকেটজত নারকেলের জল।

1316
ঘরের জিনিস

ছাতা, বাসন, কাঠ বা বেতের তৈরি আসবাব।

1416
স্টেশনারি

পেনসিল, মোমরং, হ্যান্ডব্যাগ, পাট, সুতির ব্যাগ।

1516
জুতো

১০০০ টাকার থেকে দাম কমের জুতো।

1616
ডায়গনস্টিক কিট

বিভিন্ন রকম মেডিক্যাল ডায়াগনস্টিক কিট।

Read more Photos on
click me!

Recommended Stories