High Return Stocks: বাজার কাঁপানো সেরা ৫টি স্টক! বিনিয়োগ করেছেন নাকি?

Published : May 19, 2025, 05:46 PM ISTUpdated : May 20, 2025, 03:17 AM IST

High Return Stocks: শেয়ার বাজারের এই উত্থানের সময় বিশেষজ্ঞরা বেশ কয়েকটি স্টকে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন (share market investment)। 

PREV
110
High return stocks India

কারণ, সেগুলি থেকে বিরাট রিটার্ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  

210
কারণ, এই মুহূর্তে শেয়ার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, এমন কয়েকটি শেয়ার রয়েছে, যেগুলি রীতিমতো বাজার কাঁপাচ্ছে। 

410
বিশেষজ্ঞরা কী বলছেন?

তারা ৪০৫.৪৫ টাকা থেকে ৫০০-৫৫০ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। 

510
Triveni Turbine Ltd

ত্রিবেনী টারবাইনের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ।

610
তারা কী বলছেন?

বিশেষজ্ঞদের মতে, স্টকটির ৬০৭ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে (high return Indian stocks)। 

710
J B Chemicals and Pharmaceuticals Ltd

জেপি কেমিক্যালসের শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন অনেকেই। 

810
কারণ, এটির লক্ষ্যমাত্রা ২০৩০ টাকা

স্টকটির বর্তমান দাম ১৬৪৯ টাকা এবং ২৩-২৪% পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

910
Karnataka Bank Ltd

কর্ণাটক ব্যাঙ্কের শেয়ারে বিনিয়োগের পরামর্শ (idea) দিচ্ছেন অনেকেই। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬০ টাকা। 

1010
Sobha Ltd

শোভা লিমিটেডের শেয়ার কেনারও পরামর্শ দিয়েছেন অনেকে। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা হচ্ছে ১,৮০৩ টাকা এবং বর্তমান শেয়ারটির দাম ১,৩৭৬ টাকা। প্রতিটি শেয়ারে প্রায় ৫০০ টাকা লাভ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কেট অ্যানলিস্টরা।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories