আর এই স্কিমটি নির্দিষ্ট সময় শেষ হলে, আপনি পেতে পারেন ২,২২,২২২ কিংবা ৪,৪৪,৪৪৪ টাকা। অর্থাৎ, বিশাল রিটার্ন।
511
রাখতে হবে একটি সুনির্দিষ্ট লক্ষ্য
অর্থাৎ, আপনি নিজেই জানবেন যে, ঠিক কত মাস আপনাকে টাকা জমা দিতে হবে এবং তার বদলে ঠিক কত টাকা ফেরত পেতে পারেন (minimum investment highhest interest rate)।
611
১০ বছর বা তার বেশি বয়সী যে কেউ এই স্কিমটিতে নথিভুক্ত করতে পারবেন
এই স্কিমটিতে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুযোগ রয়েছে।
811
৩ অথবা ৪ বছর মেয়াদের স্কিমে সাধারণ নাগরিকদের ৬.৭৫% হারে সুদ দেওয়া হয়ে থাকে
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৫% হারে সুদ দেওয়া হয়।
911
৫ বছর বা তার বেশি মেয়াদের স্কিমে ৬.৫০% হারে সুদ দেওয়া হয়
এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭% হারে সুদ দেওয়া হয়ে থাকে (har ghar lakhpati sbi scheme)।
1011
যে গ্রাহকরা ২,২২,২২২ টাকা পেতে চান, তাদের কত টাকা জমাতে হবে?
সেক্ষেত্রে ১ বছর মেয়াদের জন্য প্রতি মাসে ১৭,৮৫৬ টাকা জমা দিতে হবে। যদি ৩ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ৫,৫৫৮ টাকা প্রতি মাসে জমা দিতে হবে। আর যদি ৫ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ৩,১৩০ টাকা প্রতি মাসে জমা দিতে হবে।
1111
যে গ্রাহকরা ৪,৪৪,৪৪৪ টাকা পেতে চান, তাদের কত টাকা জমাতে হবে?
তাহলে ১ বছর মেয়াদের জন্য প্রতি মাসে ৩৫,৭১২ টাকা করে জমা দিতে হবে। যদি ৩ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, তাহলে ১১,১১৭ টাকা জমা দিতে হবে। আর যদি কেউ ৫ বছরের মেয়াদে স্কিমটি চালাতে চান, সেক্ষেত্রে প্রতি মাসে ৬,২৬১ টাকা জমা দিতে হবে।
Disclaimer: টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন।