সপ্তাহের শুরুতে আবার কমল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১৭ এপ্রিল সোমবার প্রতি ১০ গ্রামে ১০ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৯৪ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৯৪০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৭৫২ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমতির দিকে। সোমবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৯,৪০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৯৪ টাকা

৮ গ্রাম - ৪৪,৭৫২ টাকা

১০ গ্রাম - ৫৫,৯৪০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৯,৪০০ টাকা

অন্যদিকে সোমবারে প্রতি গ্রামে ৭৬ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। ১৭ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১০৩ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৮২৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,০৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম সোমবার কমে হয়েছে ৬,১০,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১০৩ টাকা

৮ গ্রাম - ৪৮,৮২৪ টাকা

১০ গ্রাম - ৬১,০৩০ টাকা

১০০ গ্রাম - ৬,১০,৩০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম কমে গেলেও রুপোর দাম রবিবারের তুলনায় একই রয়েছে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো সোমবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৮.৫০ টাকা

৮ গ্রাম - ৬২৮ টাকা

১০ গ্রাম - ৭৮৫ টাকা

১০০ গ্রাম - ৭,৮৫০ টাকা

আরও পড়ুন -

আজ রয়েছে সোম প্রদোষ তিথি, জেনে নিন ভগবান শিবের পুজোর সঠিক সময় এবং গুরুত্বপূর্ণ নিয়মগুলি
Viral News: অপরাধীকে চেন দিয়ে বেঁধে মোবাইলে মগ্ন দুই পুলিশকর্মী, সোশ্যাল মিডিয়া জুড়ে তিরস্কারের বন্যা
Atiq Ahmed: ‘বিখ্যাত’ হয়ে ওঠার জন্যই আতিককে খুন? সানির বয়ানে গ্যাংস্টারকে ছাপিয়ে ‘ডন’ হয়ে ওঠার কাহিনী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech