
আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মীর পর্বে আমরা জানাচ্ছি কীভাবে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে (Investment Tips) আপনারা এই ঘাটতি মেটাতে পারেন। যেখানে আকর্ষণীয় সুদ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পুঁজি যথেষ্ট সুরক্ষিত থাকবে।
রেপো রেট (Repo Rate Cut) কমেছে। ঋণের উপর সুদের পরিমাণ (RBI) যেমন কমেছে, তেমনই সঞ্চয়ের উপর পাওয়া সুদও কিন্তু কমেছে। এই নিঃশব্দ ঘাতক চুপিসারে আপনার পকেট ফাঁকা করছে। বিশেষ করে যাঁরা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit Interest Cut) বিনিয়োগ করেন তাঁদের উপর এর প্রভাব বেশি পড়বে। এখনও হয়তো অনেকে এ বিষয়ে জানেন না। আজকের বিনিয়োগে বসতে লক্ষ্মীর পর্বে আমরা জানাচ্ছি কীভাবে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে (Investment Tips) আপনারা এই ঘাটতি মেটাতে পারেন। যেখানে আকর্ষণীয় সুদ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পুঁজি যথেষ্ট সুরক্ষিত থাকবে।