২০২৬ সালে কেমন থাকতে পারে বিনিয়োগের বাজার, দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব- ৩৫

বছরের শেষতম পর্বে আগামী বছরের বাজারে হাল হকিকত কেমন থাকতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমরা এই পর্বে আগামী বছরের সম্ভাব্য নানা দিক তুলে ধরের চেষ্টা করেছি।

Share this Video

চলতি বছর শেষ হওয়ার আগে আজই বিনিয়োগে বসতে লক্ষ্মী-র শেষ পর্ব। এর আগের পর্বে আমরা চলতি বছরের সমস্ত ফান্ডের পারফর্ম্যান্স নিয়ে বিস্তারে আলোচনা করেছিলাম। আজ বছরের শেষতম পর্বে আগামী বছরের বাজারে হাল হকিকত কেমন থাকতে পারে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আমরা এই পর্বে আগামী বছরের সম্ভাব্য নানা দিক তুলে ধরের চেষ্টা করেছি। আমাদের মনে হয় যাঁরা নতুন বিনিয়োগকারী তাঁরা এতে যথেষ্ট লাভবান হবেন। একই সঙ্গে যাঁরা আগে থেকেই বিনিয়োগ করছেন তাঁদেরও ট্রেন্ড বুঝতে সুবিধা হবে। আমাদের এই পর্ব নিয়ে যে কোনও মতামত জানাতে দ্বিধা করবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী বছরে। নতুন বছর সকলের ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনা করি। সকলে ভালো থাকুন এবং বিনিয়োগে থাকুন।

Related Video