১ হাজার বিনিয়োগ করেই প্রতি মাসে অ্যাকাউন্টে পাবেন ৫,৫৫০ টাকা, নয়া স্কিম নিয়ে এল পোস্ট অফিস

Published : Apr 07, 2025, 06:25 PM IST

মাসিক আয় স্কিমে এককালীন বিনিয়োগ করে প্রতি মাসে ৫,৫০০ টাকা পর্যন্ত আয় করুন। ৭.৪% সুদের হারে, ১০০০ টাকা থেকে শুরু করে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।

PREV
110

এককালীন বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে পান ৫ হাজার টাকার বেশি। এই প্রকল্পটি মাসিক আয় স্কিম নামে পরিচিত।

210

আপনি যদি আপনার সঞ্চয় থেকে স্থিতিশীল আয়ের একটি নির্ভরযোগ্য উপায় খুঁজছেন, তাহলে অবশ্যই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

310

এই প্রকল্পে বিনিয়োগের ওপর ৭.৪ শতাংশ সুদ পাওয়া যাবে এই প্রকল্পে। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর।

410

মাত্র ১০০০ টাকা বিনিয়োগ দিয়ে শুরু করতে পারেন।

510

যদি একক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেন, তাহলে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।

610

যৌথ অ্যাকাউন্ট বেছে নিয়ে থাকেন তাহলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

710

৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাসে ৭.৪ শতাংশ হাতে ৫,৫০০ টাকা পাবেন। চাইলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে সুদ নিয়ে পারেন।

810

অর্থাৎ ৯ লক্ষ টাকা জমা দিলে মোট সুদ ৩,৩৩,০০০ টাকা। ৫ বছর ধরে প্রতি মাসে ৫,৫৫০ টাকা করে পাবেন।

910

দেরি না করে বিনিয়োগ করুন এই স্কিমে। এটি অত্যন্ত আকর্ষণী একটি স্কিম।

1010

এককালীন বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে পান ৫ হাজার টাকার বেশি।

click me!

Recommended Stories