সংক্ষিপ্ত
Christopher Luxon: ভারত সফরে এসে বাণিজ্য নিয়ে বিশেষ বার্তা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি ভারতীয় শিল্পপতিদের নিউজিল্যান্ডে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
New Zealand Prime Minister Christopher Luxon: নিখিল কামাতের (Nikhil Kamath) জনপ্রিয় পডকাস্ট শো 'ডব্লুটিএফ ইজ উইথ নিখিল কামাত'-এ (WTF is with Nikhil Kamath) যোগ দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন (New Zealand Prime Minister Christopher Luxon)। তিনি দৈনন্দিন জীবন, বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে যোগাযোগ, রাজনীতির ভবিষ্যৎ, বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে নিউজিল্যান্ডের লক্ষ্য, বিশেষ করে ভারতীয় বিনিয়োগকারীদের আকর্ষণ করার লক্ষ্যের বিষয়ে কথা বলেছেন। এছাড়া সবসময় জনগণের নজরদারিতে থাকা, নেতৃত্বের প্রতি তাঁর মনোভাব, ব্যক্তিগত দর্শন নিয়েও কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হল নিউজিল্যান্ড। তাঁর আশা, ভারত-সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন।
বিদেশি বিনিয়োগ চাইছে নিউজিল্যান্ড
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, 'আমরা দেশ হিসেবে নিউজিল্যান্ডের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করতে চাই। আমরা আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা বাণিজ্য ও বিনিয়োগ আকর্ষণ করতে পারছি।' বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা এমন কাউকে চাই না যিনি শুধু মূলধন বা বিনিয়োগ নিয়ে আসছেন, একইসঙ্গে জ্ঞান, হাতে-কলমে কাজ শেখানো, দক্ষতা এবং বাজারে বিভিন্ন পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে নিউজিল্যান্ডের ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন।’
নিউজিল্যান্ডে বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য ভিসার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীরা যাতে নিউজিল্যান্ডে বসবাস করতে পারেন, সেই সুযোগও দেওয়া হবে। তাঁর বার্তা, 'আমরা বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য তাঁদের নিউজিল্যান্ডে তিন বছর থাকার সুযোগ দিচ্ছি। নিউজিল্যান্ডে এই সংযোগ তৈরি করার জন্য অসাধারণ সুযোগ দেওয়া হচ্ছে।' নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তাঁদের দেশে অন্য দেশগুলির সঙ্গে তাঁদের ভৌগলিক দূরত্ব বেশি হলেও, তাঁরা সবার সঙ্গে যোগাযোগ রেখে চলতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।