Rail Ticket Booking: IRCTC-র বড় পদক্ষেপ! এবার এটি ছাড়া ট্রেনের টিকিট বুক করা যাবে না?

Published : Nov 09, 2025, 04:39 PM IST

Rail Ticket Booking: ভারতীয় রেলওয়ের অনলাইন টিকিট বুকিং-এর নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই পদক্ষেপটি জাল অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট বুকিং আটকানোর লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

PREV
14
আইআরসিটিসি-র নতুন নিয়ম

ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং-এর নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। ২৮ অক্টোবর, ২০২৫ থেকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, রিজার্ভেশন টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ডের প্রমাণপত্র বাধ্যতামূলক করেছে IRCTC।

24
ট্রেনের টিকিট বুকিং

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, শুধুমাত্র আধার কার্ড ভেরিফিকেশন সম্পন্ন করা যাত্রীরাই টিকিট বুক করতে পারবেন। তবে সকাল ১০টার পর বা রাতে যথারীতি টিকিট বুকিং করা যাবে। তখন আধার যাচাই প্রয়োজন হবে না।

34
আধার কার্ড ভেরিফিকেশন

ওয়েবসাইটে লগইন করে 'My Account' থেকে 'Authenticate User' বিকল্পে গিয়ে আধার লিঙ্ক করা যায়। OTP দিয়ে ভেরিফিকেশনের পরেই আপনার IRCTC অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

44
অনলাইন বুকিং

১ অক্টোবর, ২০২৫ থেকে, সকালের বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট শুধু আধার লিঙ্ক থাকা যাত্রীরাই টিকিট কাটতে পারবেন। তবে এই নিয়ম PRS কাউন্টারে প্রযোজ্য নয়। তৎকাল টিকিটের জন্যও আধার যাচাই বাধ্যতামূলক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories