
দেশের দ্বিতীয় ধনী ব্যবসায়ী এবং আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিখ্যাত হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে গুজরাটের বাসিন্দা ডিভা জয়মিন শাহকে বিয়ে করলেন জিৎ। এই বিয়ে গুজরাটি রীতি-নীতি মেনে আমেদাবাদে সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আদানি পরিবারের সদস্যরা ছাড়াও অতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। আমেদাবাদে আদানি টাউনশিপ শান্তিগ্রামে জিৎ-ডিভার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছেলের বিয়ের ছবি শেয়ার করলেন আদানি
আদানি নিজেই তাঁর 'এক্স' হ্যান্ডল থেকে জিৎ-ডিভার বিয়ের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে জিৎ ও ডিভা আজ বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হল। এই বিবাহ আমেদাবাদে প্রিয়জনদের মাঝে ঐতিহ্যবাহী রীতি-নীতি এবং শুভ মঙ্গল ভাবের সঙ্গে সম্পন্ন হল। এটি একটি ছোট এবং অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। তাই আমরা চাইলেও সকল শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানাতে পারিনি। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের সকলের কাছে মেয়ে ডিভা ও জিতের জন্য স্নেহ এবং আশীর্বাদ প্রার্থনা করছি।’
হিরে ব্যবসায়ীর মেয়ে ডিভা
আদানির ছোট বউমা ডিভা বিখ্যাত হিরে ব্যবসায়ী পরিবারের মেয়ে। তাঁর বাবা জয়মিন শাহ সি দীনেশ অ্যান্ড কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের অংশীদার। মুম্বই ছাড়াও সুরাটে তাঁদের হিরের ব্যবসা আছে। জানা গিয়েছে, ডিভা ও জিতের বাগদান সম্পন্ন হয় ২০২৩ সালের মার্চে। বাগদানের প্রায় দুই বছর পর এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হল। অন্যদিকে, দেশের অন্যতম সফল ব্যবসায়ী আদানির ছেলে জিৎ ২০১৯ সালে আদানি গ্রুপে যোগ দিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং এখন বাবার ব্যবসায় যোগ দিয়েছেন। আদানি গ্রুপের একাধিক সংস্থার দায়িত্ব নিয়েছেন জিৎ। তিনি ভালোভাবেই ব্যবসা সামলাচ্ছেন। বিয়ের পর জিতের দায়িত্ব বেড়ে যাচ্ছে। আরও ভালোভাবে ব্যবসা সামাল দেওয়াই আদানি পরিবারের ছোট ছেলের লক্ষ্য। তাঁকে সাহায্য করছেন বাবা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
গীতা প্রেসের পুনরুজ্জীবনে উদ্যোগ, মহাকুম্ভে অন্য ভূমিকায় গৌতম আদানি
মৌনী অমাবস্যায় মহাকুম্ভের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করলেন গৌতম আদানি
Hindenburg Shut Stop: হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণা! কি ছিল আদানি-হিন্ডেনবার্গ বিরোধ?