সংক্ষিপ্ত
কয়েকদিন আগেই সপরিবারে মহাকুম্ভে পুজো দিতে গিয়েছিলেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। তাঁকে মহাকুম্ভে সম্পূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে।
এবারের মহাকুম্ভে শতবর্ষ প্রাচীন সংস্থা গীতা প্রেসের পুনরুজ্জীবনের ব্যবস্থা করলেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। তিনি কয়েকদিন আগেই মহাকুম্ভে গিয়েছিলেন। সপরিবারে বড় হনুমান মন্দিরে পুজো দেন আদানি। এরপর তিনি গীতা প্রেস সংস্থার পাশে দাঁড়ান। আদানির উদ্যোগে মহাকুম্ভে বিনামূল্যে গীতা প্রেস সংস্থার ছাপানো এক কোটি গীতা বিনামূল্যে বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গীতার আরতি সংগ্রহ বিলি করা হয়েছে। এক কোটি গীতা ছাপতে পেরে গীতা প্রেস সংস্থা পুনরুজ্জীবিত হয়ে উঠল। আদানির উদ্যোগে গীতা প্রেস নতুন জীবন পেল। মহাকুম্ভে ভক্তিগীতির পাশাপাশি গীতা বিলি করা হচ্ছে। ভারতে আধ্যাত্মিকতার অন্যতম অঙ্গ গীতা। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গীতা। এই কারণেই মানবিকতার স্বার্থে গীতা প্রেসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আদানি।
মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর ভিড়
মৌনী অমাবস্যা উপলক্ষে প্রয়াগরাজে মহাকুম্ভে অন্তত ২০ কোটি পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারালেও, পুণ্যার্থীদের উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি দেখা যাচ্ছে না। সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ মহাকুম্ভে যোগ দিতে গিয়েছেন। আদানিও সপরিবারে মহাকুম্ভে গিয়ে সঙ্গম দর্শনের পাশাপাশি পুজো দিয়েছেন। একইসঙ্গে তিনি গীতা প্রেস সংস্থার পাশে দাঁড়িয়েছেন।
শতবর্ষ প্রাচীন সংস্থা গীতা প্রেস
১৯২৩ সাল থেকে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ছাপিয়ে আসছে গীতা প্রেস সংস্থা। গীতার পাশাপাশি হিন্দুধর্মের আরও কিছু পবিত্র ও গুরুত্বপূর্ণ গ্রন্থ ছাপিয়ে আসছে গীতা প্রেস। কিন্তু বর্তমান সময়ে সারা দেশেই বই কেনা ও পড়ার প্রবণতা কমে গিয়েছে। ফলে গীতা প্রেস সংস্থার বইয়ের বিক্রিও কমে গিয়েছে। এই পরিস্থিতিতে গীতা প্রেস সংস্থার পাশে দাঁড়ালেন আদানি। তিনি ইসকন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিদিন মহাকুম্ভে এক লক্ষেরও বেশি পুণ্যার্থীকে মহাপ্রসাদ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। মহাকুম্ভের মাধ্যমে বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের একত্রিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা মহাকুম্ভে যোগ দিতে এসেছেন। এই মহাযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছেন আদানি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Maha Kumbh Mela 2025: ২০০০-এরও বেশি মহিলা অংশ নিলেন নারী কুম্ভ অনুষ্ঠানে
Kumbh Mela: ২০২৫ পরবর্তী কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হবে? রইল সময়সূচী
মৌনী অমাবস্যায় মহাকুম্ভের মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করলেন গৌতম আদানি