শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে জিও তাদের নয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড নিয়ে খোলসা করেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি। যার নাম JioSpaceFiber।
ইন্টারনেট বিপ্লবের যুগে আরও একধাপ এগিয়ে যেতে তৈরি জিও। আজ শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে জিও তাদের নয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড নিয়ে খোলসা করেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি। যার নাম JioSpaceFiber। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীরা। খুব সুলভ মূল্যে দেশের যে কোনও প্রান্তে এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে ফিক্সড লাইনের উপর মানুষের নির্ভরতা কমবে। সমস্যা থাকবে ঝড় বৃষ্টিতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ারও।