
Job Cuts in 2025: ফের একবার কর্মী ছাঁটাই! চলতি ২০২৫ সালে, একাধিক কোম্পানি কর্মী সংকোচনের পথে হেঁটেছে। এবার আরও একটি সংস্থায় কর্মী ছাঁটাই হতে চলেছে (intel layoffs 2025)।
বিশেষ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকেই টেক দুনিয়ায় এই ছাঁটাইয়ের পরিমাণ যেন আরও বেড়ে গেছে। এবার বিশ্বের নামী চিপ প্রস্তুতকারী সংস্থা তথা সেমিকন্ডাক্টর টেকনোলজির জায়ান্ট কোম্পানি ইন্টেল, তাদের ২৫০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে (job layoffs in 2025)।
যেমনটা জানা যাচ্ছে, চলতি ২০২৫ সালের শেষদিকে কোম্পানিটি তাদের কর্মী সংখ্যা প্রায় ৭৫০০০-এ নামিয়ে আনার পরিকল্পনা করেছে। যা গত বছর, অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে ছিল ১০৮,৯০০। রিপোর্ট বলছে, ছাঁটাই, অবসর এবং অন্যান্য পদক্ষেপ মিলিয়ে এই কর্মী সংকোচন করা হবে। ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই ইন্টেল তার কর্মী সংখ্যা প্রায় ১৫% কমিয়ে এনেছে। আনুমানিক সংখ্যাটা প্রায় ১৫,০০০।
এমনকি, গত বছরও ইন্টেল ১৫০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করেছিল। তারপর আবার এই বছর ফের কর্মী ছাঁটাইয়ের কথাবার্তা চলছে বলে জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারে। তবে ইন্টেলের আশা, চলতি ত্রৈমাসিকে তাদের রেভিনিউ ১২.৬-১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে থাকবে।
কর্মীদের কাছে লেখা একটি চিঠিতে ইন্টেলের নতুন সিইও লিপ-বু ট্যান স্বীকার করে নিয়েছেন যে, তাদের সংস্থা মারাত্মক একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই চিঠিতে আরও লেখা হয়েছে যে, “আমি জানি, গত কয়েকটা মাস একেবারেই সহজ ছিল না। আমরা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে এবং কোম্পানির প্রতিটি স্তরে দায়বদ্ধতা বৃদ্ধি করতে কঠোর কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি।"
১৯৯০-এর দশকে পার্সোনাল কম্পিউটারের উত্থানের সময়, মাইক্রোপ্রসেসর ব্যবসায় রীতিমতো আধিপত্য বিস্তার করে ইন্টেল। কিন্তু বর্তমানে স্মার্টফোনের ব্যাপক উত্থান, বাজারে আধিপত্য দ্রুত বৃদ্ধি পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা আদতে এউ চিপ প্রস্তুতকারী সংস্থাটির উপর গভীর প্রভাব ফেলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
একদিকে কোম্পানির লোকসান এবং অন্যদিকে বাজারে প্রতিযোগিতা, এই সবমিলিয়ে শেয়ার বাজারে ইন্টেলের স্টক বেশ চাপের সম্মুখীন হয়েছে। আর এবার সামনে চলে এল আরও বড় তথ্য। চলতি ২০২৫ সালের শেষদিকে, সেমিকন্ডাক্টর টেকনোলজির জায়ান্ট কোম্পানি ইন্টেল, তাদের ২৫০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা গড়ন করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।