নোট বদলের সহজ উপায়! ছেঁড়া-ফাটা বা পোড়া নোট এভাবেই বদল করুন, রইল RBI-এর নিয়ম

Published : Apr 18, 2025, 12:45 PM IST

Exchange of torn and burnt notes: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র নিয়ম অনুযায়ী আপনার ছেঁড়া বা পোড়া নোট বদল করা যায়। তবে তার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। নোটের অবস্থার ওপর অনেক সময় নির্ভর করে। 

PREV
110
নোট বদল

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র নিয়ম অনুযায়ী আপনার ছেঁড়া বা পোড়া নোট বদল করা যায়। তবে তার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। নোটের অবস্থার ওপর অনেক সময় নির্ভর করে।

210
নোট বদল করা যায় কোথায়?

দেশের সময় সরকারি ব্যাঙ্কে নোট বদল করা যায়। বেসরকারি ব্যাঙ্কে গেলেও নোট বদল করে দেয়। রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত শাখায় নোট বদল করা হয়।

310
কোন নোট বদল করা হয়?

ছিঁড়ে যাওয়া নোট, নোংর নোট বদল করা হয়। কোনও নোটের জুই প্রান্তেই যদি সিরিয়াল নম্বর দেখা যায় তবে সেই নোট বদল করার প্রয়োজন নেই। সেটি অক্ষত নোট হিসেবে গণ্য করা হয়।

410
সিরিয়াল নম্বর না থাকলে কী হবে ?

কোনও নোটের যদি সিরিয়াল নম্বর ছিঁড়ে যায় তাহলে তা বদল করা যায়। সেক্ষেত্রে ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট ফর্ম পুরণ করতে হয়। রিজর্ভ ব্যাঙ্ক থেকেও এই কাজ হয়।

510
নোট টুকরো টুকরো হয়ে গেলে?

টুকরো টুকরো অবস্থার নোটও বদল করা যায়। টাকায় মহাত্মা গান্ধী বা অশোক চক্রের ছবি থাকতে হবে।

610
পোড়া নোট বদল

পুড়ে যাওয়া নোট কিন্তু সর্বত্র বদল করা হয় না। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে দিয়ে নোট বদল করা যায়। তবে নোট যদি সম্পূর্ণ নষ্ট হয় যায় তাহলে আর বদল করা সম্ভব নয়। তবে রিজার্ভ ব্যাঙ্কের ডিপার্টমেন্টের অফিসারের ইন চার্জের সঙ্গে কথা বললে তিনি কোনও পথ দেখাতে পারেন।

710
টাকা বদলের নিয়ম

যে কোনও ব্যাঙ্কে সর্বাধিক ২০টি নোট বদল করা যায়। সর্বাধিক ৫০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে বদল করা যায়।

810
বেশি অঙ্কের টাকা বদলের নিয়ম

নির্ধারিত মূল্যের বেশি অঙ্কের টাকা বদলের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি- পরিচয়পত্র, ব্যাঙ্কের নথি দেখাতে হবে। এক্ষেত্রে ব্যাঙ্ক নির্দিষ্ট অঙ্কের সার্ভিস চার্জ নেয়।

910
কীভাবে টাকা বদল করবেন?

ব্যঙ্কে ছেঁড়া , পোড়া বা ক্ষতিগ্রস্ত নোট জমা দিলে সেই অঙ্ক গ্রাহকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকে।

1010
নোট বদলে অস্বীকার

নোট বদলে কোনও ব্যাঙ্ক যদি অস্বীকার করে তাহলে নির্দিষ্ট ব্যাঙ্কের বিরুদ্ধে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্কে লিখিত অভিযোগ জানাতে পারেন। তাতে রিজার্ভ ব্যাঙ্ক কড়া ব্যবস্থা নেয়।

Read more Photos on
click me!

Recommended Stories