মেয়ের বিয়ে ঠিক হলেই হাতে পাবেন ৫৫ লক্ষ টাকা! কীভাবে? আজই নাম লেখান এই প্রকল্পে

Published : Apr 17, 2025, 02:03 PM IST

আজকাল অনেকেই আর্থিক সঞ্চয়ের প্রতি মনোযোগী হয়ে উঠছেন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় করছেন। মেয়ের বিয়ের সময় হাতে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য কী ধরনের পরিকল্পনা করা যেতে পারে, সে সম্পর্কে আলোচনা করা যাক।  

PREV
112

একসময় মেয়ে হলেই তার বিয়ের কথা ভাবা হত। বিয়ের সময় কত টাকা জোগাড় করতে হবে, সেই চিন্তায় থাকতেন বাবা-মা। কিন্তু এখন ধারণা বদলেছে। 

212

এখন মেয়ের পড়াশোনার কথাও ভাবা হয়। উচ্চশিক্ষা দেওয়া হয়। ভালো চাকরি করার সুযোগ করে দেওয়া হয়।

312

তবে শেষ পর্যন্ত মেয়ের বাবা-মায়ের কাছে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। বিয়ের খরচের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার চিন্তা থাকে। এর জন্য বিভিন্ন ধরনের বিনিয়োগের পথ বেছে নেন। ২১ বছর পর ৫৫ লক্ষ টাকা হাতে পেতে হলে কী করতে হবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

412

২১ বছরে ৫৫ লক্ষ টাকা..

২১ বছরে ৫৫ লক্ষ টাকা পেতে ডাকঘরের সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে ভালো বিকল্প। এতে বিনিয়োগ করা নিরাপদ। কেন্দ্রীয় সরকারের প্রকল্প হওয়ায় টাকা নিয়ে কোনও ঝুঁকি নেই এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। 

512

ধরুন, মেয়ের জন্মের পরপরই তার নামে সুকন্যা প্রকল্পে মাসিক ১০ হাজার টাকা করে জমা রাখলেন।

612

২১ বছর পর আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৮,০০,০০০ টাকা। এর উপর ২১ বছর পর ৩৭,৪২,০৬২ টাকা সুদ জমা হবে। অর্থাৎ মেয়াদপূর্তিতে আপনি পাবেন ৫৫,৪২,০৬২ টাকা। বর্তমানে সুকন্যা প্রকল্পে ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনার বিবরণ

712

মেয়েদের কল্যাণে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে হলে মেয়ের বয়স ১০ বছরের কম হতে হবে। 

812

বাবা-মা অথবা আইনগত অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারবেন। একজন মেয়ের জন্য একটিমাত্র অ্যাকাউন্ট খোলা যাবে। একটি পরিবারে সর্বোচ্চ দুটি অ্যাকাউন্ট (যমজ সন্তান হলে ব্যতিক্রম)।

912

এতে ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত টাকা জমা দিতে হবে। ২১ বছর পর মেয়াদপূর্তি হবে। 

1012

আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। মাঝপথেও কিছু টাকা তোলা যাবে। 

1112

মেয়ের ১৮ বছর বয়সে পড়াশোনার জন্য ৫০% পর্যন্ত টাকা তোলা যাবে। বিয়ের সময়, অর্থাৎ ১৮ বছরের বেশি বয়স হলে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। 

1212

যেকোনো ডাকঘর অথবা অনুমোদিত ব্যাংকে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

click me!

Recommended Stories