LIC-র ঘরে দাবিহীন ৮৮০ কোটি টাকা! কোন পদ্ধতিতে আবেদন করলে গ্রাহকরা সেই টাকা পাবেন?

Published : Dec 23, 2024, 06:02 PM IST
central government employees

সংক্ষিপ্ত

মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে একাধিক জীবন বীমার পলিসির। 

ফলে, তা বাড়তে বাড়তে জীবন বীমার দাবিদারহীন অর্থের পরিমাণ প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সম্প্রতি সংসদে কেন্দ্রের তরফ থেকে সেই তথ্য পেশ করা করেছে।

কিন্তু দাবি না করা বীমার সেই টাকা কীভাবে এলআইসি-র গ্রাহকরা পেতে পারেন? রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা ‘লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’বা এলআইসির মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবিবিহীন অর্থের তথ্য সংসদে ইতিমধ্যেই পেশ করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তিনি জানিয়েছেন, মোট ৩.৭২ লক্ষ গ্রাহক পলিসির মেয়াদ শেষ হওয়ার পর কোনও টাকাই দাবি করেননি।

যার দরুণ ২০২৩-২৪ অর্থবর্ষে সেই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৮০.৯৩ কোটি টাকা। তবে মেয়াদ উত্তীর্ণ সেই টাকার অঙ্ক কমানোর চেষ্টা করছে এলআইসি। ওই টাকা সংশ্লিষ্ট গ্রাহকদের হাতে বা অ্যাকাউন্টে পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে মেয়াদ উত্তীর্ণ এলআইসি পলিসির দাবিহীন অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫২ কোটি টাকা। ঠিক তার পরের অর্থবর্ষে সেই অঙ্ক বেড়ে হয় ৮৯৭ কোটি টাকা। এরপর গত আর্থিক বছরে নিম্নমুখী হয়েছে সেই সুচক। ফলে, তা এখন ৮৮০.৯৩ কোটি টাকাতে নেমে এসেছে।

এদিকে মেয়াদ উত্তীর্ণ পলিসির দাবিহীন সেই টাকাকে তিনটি শ্রেণিতে আবার ভাগ করেছে এলআইসি। প্রথমত, কিছু গ্রাহক রয়েছেন যারা পলিসির মেয়াদ শেষে টাকার জন্য কোনও দাবিই করছেন না। দ্বিতীয় শ্রেণিতে রয়েছে মৃত্যু পরবর্তী দাবি বা ডেথ ক্লেম। তার জন্য আবেদন নিহত গ্রাহকের আপনজন বা পরিবারের সদস্যদেরই করতে হয়। এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর নাম নমিনি হিসাবে পলিসিতে অবশ্যই উল্লেখ থাকতে হবে।

এছাড়া রয়েছে পে-আউট সংগ্রহে ব্যর্থ হওয়া একজন গ্রাহক। তিন বা তার বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ পলিসির টাকার জন্য আবেদন না করলে, সাধারণত ওই অর্থকে দাবিহীন হিসেবে উল্লেখ করে থাকে এলআইসি। যদি ১০ বছর ধরে টাকার জন্য কেউ দাবি না করেন, তাহলে সিনিয়র সিটিজ়েন ওয়েলফেয়ার তহবিলে তা স্থানান্তরিত করে দেয় রাষ্ট্রায়ত্ত এই জীবন বীমা সংস্থা। তবে দাবিহীন অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং ওই টাকার জন্য আবেদন করার অবশ্য সুযোগ রয়েছে।

তার জন্য প্রথমেই এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর ওয়েবসাইটটির হোমপেজেই মিলবে ‘কাস্টোমার সার্ভিস’ নামের একটি অপশন। তারপর তার ভিতরে গেলেই ‘অনক্লেইম্ড অ্যাকাউন্ট অফ পলিসিহোল্ডার’বলে আরেকটি অপশন দেখতে পাবেন গ্রাহকরা। এবার সেখানে ক্লিক করতে হবে।

তারপর সেই অপশনে ঢুকে পলিসি নম্বর, নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বর দিয়ে লগ ইন করতে পারবেন গ্রাহক। তাহলেই দাবিহীন পলিসির যাবতীয় তথ্য দেখতে পাবেন তিনি। এমনকি, সংশ্লিষ্ট অর্থের জন্য যদি আবেদনও করতে হয়, তাহলেও ওয়েবসাইট থেকেই মিলবে ফর্ম।

এরপর সেটি ডাউনলোড করে মনোযোগ সহকারে পূরণ করতে হবে গ্রাহককে এবং সবশেষে নিকটবর্তী এলআইসি দফতরে জমা করলেই টাকা পেয়ে যাবেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত
Gold Price Today: বিয়ের মরশুমে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট সোনা আজ কততে বিকোচ্ছে জেনে নিন?