Published : Feb 19, 2025, 02:52 PM ISTUpdated : Feb 19, 2025, 02:53 PM IST
ভারত সরকার নারীদের জন্য নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে মেয়েদের ২১ বছর পূর্ণ হলে ৫০ লক্ষ টাকা প্রদান করা হবে। এই প্রকল্পে ১০ বছরের কম বয়সী কন্যার জন্য অ্যাকাউন্ট খোলা যাবে এবং ২১ বছর বয়সে বা ১৮ বছর বয়সে বিয়ের পর টাকা তোলা যাবে।
ভারত সরকার একের পর এক প্রকল্প এনেছে নারীদের জন্য। মাসে মাসে দিচ্ছে টাকা তেমনই বিভিন্ন অনেক সময় কোনও খাতে দেওয়া হচ্ছে মোট টাকা।
210
এবার প্রকাশ্যে এল আরও এক নতুন প্রকল্প। ফের মেয়েদের জন্য নয়া উদ্যোগ নিয়ে এল সরকার।
310
বর্তমানে এক নতুন এক প্রকল্পে আবেদন চলছে যার মাধ্যমে মেয়েদের ২১ বছর পূর্ণ হলে ৫০ লক্ষ টাকা প্রদান করা হবে।
410
ভারত সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের স্বশক্তি ও আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন।
510
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল একটি সঞ্চয় প্রকল্প। যা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের।
610
১০ বছর বা তার কম বয়সী কন্যার মা-বাবা বা আইনগত অভিভাবক কন্যার জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি অর্থবছরে ন্যূনতম ২৫০ জমা দিতে হবে। সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করা যাবে।
710
২১ বছর বা কন্যার বিবাহের ১৮ বছর পর টাকা তুললে মিলবে মোটা টাকা।
810
কন্যার বয়স ১৮ বছর হলে বা দ্বাদশ শ্রেণির পরে জমি টাকার থেকে উচ্চশিক্ষার জন্য ৫০ শতাংশ টাকা তুলতে পারেন।
910
আগ্রহী ব্যক্তিরা যে কোনও ডাকঘরে বা অনুমোদিত ব্যাঙ্কে এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।