মুকেশ আম্বানির জন্য বড় ধাক্কা! মাত্র এক দিনেই লোকসান গুণলেন কোটি কোটি টাকা

মাত্র একদিনেই ৭৭,৬০৬ কোটি টাকা লোকসানের সম্মুখীন হলেন শিল্পপতি মুকেশ আম্বানি। কী কারণে এই বিপুল পরিমাণ অর্থ হারালেন ধনকুবের আম্বানি?

Saborni Mitra | Published : Oct 3, 2024 5:47 PM IST

এক বিরাট সঙ্কটের মুখে শিল্পপতি মুকেশ আম্বানির সাম্রাজ্য। মাত্র একদিনেই ৭৭,৬০৬ কোটি টাকা লোকসানের সম্মুখীন হলেন তিনি। এর নেপথ্যে বাজারে কার্যকলাপ। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার প্রায় ৪ শতাংশ কমেছে। এর ফলে হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে মুকেশ আম্বানির।

রিলায়েন্স ইন্ডাস্ট্রি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তেল, প্রাকৃতিক গ্যাস, এফএমসিজি সহ রিলায়েন্সের অনেকগুলি শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে। এর ফলে মুকেশ আম্বানি একদিনেই ৭৭,৬০৬ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন। মঙ্গলবার (৩রা অক্টোবর) রিলায়েন্স ইন্ডাস্ট্রির বাজার মূল্য কমে ১৯,০৪,৭৬২.৭৯ টাকায় দাঁড়িয়েছে।

Latest Videos

 

কেন এই লোকসান মুকেশ আম্বানির?
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান শেয়ারগুলির মধ্যে প্রায় ৪ শতাংশ হ্রাস এই ক্ষতির প্রধান কারণ। এর পিছনে প্রধান কারণ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ। ইস্রায়েল, লেবানন, ইরান সহ আশেপাশের দেশগুলির যুদ্ধের জেরে গ্যাস ও তেলের বাজারে প্রভাব পড়েছে। এর প্রভাব পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির রিলায়েন্স তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর।

গত তিন দিন ধরে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের মূল্য কমছে। বিএসই সেনসেক্স ২.১০ শতাংশ কমার সময় রিলায়েন্সের শেয়ার ৭.৭৬ শতাংশ কমেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের মূল্য হ্রাস পেলেও মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির মূল্যের কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তি ৯৩,০৮৩৬ কোটি টাকা। এর ফলে এখনও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

 

হিজবুল্লাহ, ইরান, লেবানন সহ কয়েকটি দেশ ইস্রায়েলের উপর হামলা চালিয়েছে। এর ফলে তেলের বাজারে প্রভাব পড়েছে। যুদ্ধ এইভাবে চলতে থাকলে ভারত সহ অন্যান্য দেশগুলিতেও প্রভাব পড়বে। এরই প্রথম পর্ব হিসেবে শেয়ার বাজারে কার্যকলাপ দেখা দিয়েছে।
 

Share this article
click me!

Latest Videos

মহালয়া না মহাষ্টমী? শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড় দেখে একটাই প্রশ্ন সাধারন মানুষের | Durga Puja
'বিজেপি দেখলেই পুলিশের চুলকানি হয়', জামিন পেয়েই বিস্ফোরক রুপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly
চোখে জল, কাঁদছে গোটা গ্রাম! বন্ধ হয়ে গেল ১১২ ফুট দুর্গার পুজো, কেন! | World Biggest Durga Idol |
Suvendu Adhikari | 'কে বলেছে পুজো থেকে বিরত থাকতে...' পুজোর উদ্বোধনে এসে ধুয়ে দিলেন শুভেন্দু
সন্তোষ মিত্র স্কোয়ার-এর দুর্গাপুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী, দিলেন বিশেষ বার্তা | Suvendu