Multibagger Stock Higher Return: ১ লাখ টাকা বিনিয়োগ করে পকেটে ৬৭ লাখ! বাজার কাঁপাচ্ছে এই স্টক?

Published : May 21, 2025, 03:54 PM ISTUpdated : May 31, 2025, 12:35 AM IST

Multibagger Stock Higher Return: শেয়ার বাজারে আজকাল বহু মানুষ বিনিয়োগ করে থাকেন। এবার তাদের জন্য চলে এল বিরাট আপডেট (share market investment)।

PREV
112
সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে বিনিয়োগ করলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব

আসলে শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যেগুলিতে বিনিয়োগ করলে কোটিপতি হওয়ার বিরাট সুযোগ অপেক্ষা করে আছে।

212
সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)

যদি নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করা যায়, তাহলে বিপুল মুনাফার সম্ভাবনা রয়েছে (aayush wellness ltd share)।

412
কত রিটার্ন এসেছে?

মাত্র ২ বছরের মধ্যেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে মোট ৬৭ লক্ষ টাকা (aayush wellness limited share price target 2025)।  

512
অর্থাৎ, প্রায় ৫০ গুণেরও বেশি রিটার্ন পাওয়া গেছে এই স্টকটি থেকে

কোন স্টক (stock) এটি? 

612
স্টকটির নাম হল সংস্থার নাম আয়ুষ ওয়েলনেস ( Aayush Wellness Ltd)

এই সংস্থার স্টকটি মাত্র এক বছরের মধ্যেই ৫৩৯.৬৭% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (multibagger stocks higher returns)।

712
পরিসংখ্যান বলছে, গত ২ বছরের নিরিখে আয়ুষ ওয়েলনেস স্টকটি থেকে রিটার্ন মিলেছে ৫৬০০%

শুধু তাই নয়, চলতি মে মাসে মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংস্থাটির স্টক থেকে প্রায় ২০% মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। 

812
এদিকে গত ২৭ মার্চের পর থেকেই এই স্টকটির দাম সবসময় আপার সার্কিটে অবস্থান করছিল

গত ৫৪ দিন যাবৎ, আয়ুষ ওয়েলনেস স্টকটির শেয়ারের দাম ক্রমশই বৃদ্ধি পেয়েছে। আর চলতি বছরেে ২৬ মার্চ, এই স্টকটির দাম একদিনেই প্রায় ৫৩.৯৩% কমে যায় (multibagger penny stocks for 2025)। 

912
তবে তারপর থেকে লাগাতার বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম

প্রায় প্রতিদিনই আপার সার্কিটে থেকেছে এই স্টকটি। এই সংস্থার স্টকে বিনিয়োগ করে ব্যাপক মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা। 

1012
অনেকেই মনে করছেন, আয়ুষ ওয়েলনেস ক্যাটালিস্ট স্বাস্থ্যপরিষেবা খাতে ধরে ধীরে প্রবেশ করতে চলেছে

মূলত, মহারাষ্ট্রের ভিরারের এই সংস্থাটি একটি স্মার্ট স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করেছে। আর এই খবরের পরেই হু হু করে বেড়েছে শেয়ারের দাম। 

1112
মাত্র ২ বছরে ৫৬০০% রিটার্ন?

আয়ুষ ওয়েলনেস সংস্থাটি স্থাপিত হয়েছিল গত ১৯৮৪ সালে। তারপর ২০২৪ সালের অগাস্ট মাসে, সংস্থাটির শেয়ার ১:১০ অনুপাতে স্প্লিট করা হয়েছিল। 

1212
তার ফলে, কোম্পানিটির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা থেকে কমে দাঁড়ায় ১ টাকা

এদিকে গত বছর, এই সংস্থাটি আয়ুষ ফুড অ্যান্ড হার্বস লিমিটেড থেকে নাম বদলে হয় আয়ুষ ওয়েলনেস লিমিটেড।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories