
শেয়ার বাজারে বিনিয়োগ আজকাল খুবই পরিচিত একটা বিষয়। ভালো রিটার্নের আশায়, বহু মানুষ আজকাল শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share market today live)। সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা অনেকক্ষেত্রে কোটি ছাড়িয়ে গেছে (bse sensex today)। এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)। নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।
আজ এইরকমই একটি স্টক নিয়ে কথা বলব। গত পাঁচ বছরে, এই কোম্পানিটির শেয়ার ১ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা হয়ে গেছে (ভারতীয় শেয়ার বাজার খবর today)। অর্থাৎ, এই স্টকে বিনিয়োগ করে বিরাট রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। কার্যত, খারাপ বাজারেও যথেষ্ট ভালো পারফরম্যান্স বলা চলে।
কোম্পানিটি মূলত বিহারের রাজধানী পাটনার। এটি একটি কনজিউমার ইলেকট্রনিক্স রিটেইল কোম্পানি। নাম হল আদিত্য ভিশন (Aditya Vision)। যে সংস্থার শেয়ার মাত্র পাঁচ বছরের মধ্যেই ২০,৪৮৩% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। অর্থাৎ, যদি কেউ পাঁচ বছর আগে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই টাকার পরিমাণ আজ গিয়ে পৌঁছত ২ কোটি টাকাতে (aditya vision share price target 2030)।
তবে এটা ঠিক যে, চলতি ২০২৫ সালে মুনাফা বুকিং এবং উপভোক্তা বিষয়ক চাহিদা কিছুটা কমে যাওয়ার ফলে, আদিত্য ভিশনের শেয়ার বছরের শুরুর দিক থেকে ১৮% হ্রাস পেয়েছে। কিন্তু প্রথম কোয়ার্টারের ফলাফল অনুযায়ী, সেইরকম কোনও পতন লক্ষ্য করা যায়নি (aditya vision share price bse)। অপরদিকে, প্রথম কোয়ার্টারে আবার আদিত্য ভিশনের রাজস্ব ৬% শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যা এই মুহূর্তে মার্কেট এক্সপেকটেশনের তুলনায় প্রায় ২% বেশি। উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এই কোম্পানির শেয়ার বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।