অর্থাৎ, ঠিক পাঁচ বছর আগে, যদি কোনও বিনিয়োগকারী ১ লক্ষ টাকার শেয়ার কিনতেন, তাহলে সেই মূল্য আজ গিয়ে দাঁড়াত ৯.০৪ কোটি টাকাতে। তার মানে হল, এই শেয়ারটি পাঁচ বছরে, বিনিয়োগকারীদের কার্যত, কোটিপতি বানিয়ে দিয়েছে। পরিসংখ্যান বলছে, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার ১.১৯% শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪১০ টাকায় পৌঁছে যায় (sri adhikari brothers television network ltd stock)। এমনকি, এই স্টকটি ১৪২৩ টাকার মাইলফলক স্পর্শ করে ফেলে একটা সময়। তবে বাজার যখন বন্ধ হয়, তখন শেয়ারটির দাম ছিল ১৪০০ টাকা।