Multibagger Stock Highest Return: ২ টাকার স্টক পৌঁছে গেল ১৪০০ টাকায়! মাত্র পাঁচ বছরেই কোটিপতি?

Published : Nov 29, 2025, 12:52 PM IST

Multibagger Stock Highest Return: আজকাল বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share bazar khobor)। 

PREV
14
বিপুল পরিমাণ টাকা

সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই।

24
শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড

কার্যত, সেই অঙ্কটা অনেকক্ষেত্রে কোটি ছাড়িয়ে গেছে (multibagger stocks for 2025 in india)। এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক। এইরকমই একটি স্টক হল শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড (sri adhikari brothers television network share price)। যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন এনে দিয়েছে। আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, এই কোম্পানিটির শেয়ারের দাম ছিল মাত্র ২ টাকা। বর্তমানে এই স্টকটির দাম পৌঁছে গেছে ১৪০০ টাকায়। 

34
১৪২৩ টাকার মাইলফলক স্পর্শ

অর্থাৎ, ঠিক পাঁচ বছর আগে, যদি কোনও বিনিয়োগকারী ১ লক্ষ টাকার শেয়ার কিনতেন, তাহলে সেই মূল্য আজ গিয়ে দাঁড়াত ৯.০৪ কোটি টাকাতে। তার মানে হল, এই শেয়ারটি পাঁচ বছরে, বিনিয়োগকারীদের কার্যত, কোটিপতি বানিয়ে দিয়েছে। পরিসংখ্যান বলছে, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার ১.১৯% শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪১০ টাকায় পৌঁছে যায় (sri adhikari brothers television network ltd stock)। এমনকি, এই স্টকটি ১৪২৩ টাকার মাইলফলক স্পর্শ করে ফেলে একটা সময়। তবে বাজার যখন বন্ধ হয়, তখন শেয়ারটির দাম ছিল ১৪০০ টাকা।

44
ছয় মাসের নিরিখে এই স্টক ১৩৯% বৃদ্ধি পেয়েছে?

গত পাঁচ বছরে, ৯৩৮০৬ % বৃদ্ধি পেয়েছে এই স্টকটি। অন্যদিকে, গত এক মাসের নিরিখে দেখতে গেলে ৭৬% বৃদ্ধি লক্ষ্য করা গেছে এই স্টকে। শুধু তাই নয়, ছয় মাসের নিরিখে এই স্টক ১৩৯% বৃদ্ধি পেয়েছে। তবে গত ২৪ নভেম্বর, সংস্থার বোর্ড মিটিং থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই কোম্পানির নাম বদলে হয়ে যাচ্ছে Aqylon Nexus Limited ।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories