- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: ১ লাখ টাকা বিনিয়োগে ২.৮ কোটি রিটার্ন? এই শেয়ারে টাকার বন্যা
Multibagger Stock Highest Return: ১ লাখ টাকা বিনিয়োগে ২.৮ কোটি রিটার্ন? এই শেয়ারে টাকার বন্যা
Multibagger Stock Highest Return: শেয়ার বাজারে বিনিয়োগ আজকাল খুবই পরিচিত একটা বিষয়। ভালো রিটার্নের আশায়, বহু মানুষ আজকাল শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share market today live)।

আজকাল বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share bazar khobor)
সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)।
মাল্টিব্যাগার স্টক
কার্যত, সেই অঙ্কটা অনেকক্ষেত্রে কোটি ছাড়িয়ে গেছে (bse sensex today)। এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)। নির্দিষ্ট সময় ধরে, এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)। আজ এইরকমই একটি স্টক নিয়ে কথা বলব। সেই ২০০০ সালের অগাস্ট মাসে, এটি স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এই সংস্থাটির শেয়ার মোট ২৭,৮৫২% রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের।
বিনিয়োগকারীদের এই বিপুল পরিমাণ রিটার্ন এনে দিয়েছে
পরিসংখ্যান বলছে, গত ২০ বছর ধরে এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে ২.৮ কোটি টাকা। প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি জিএসটি হার সংক্রান্ত নতুন স্ল্যাব ঘোষণা করেছেন। এদিকে বৃহস্পতিবার, সংস্থাটি তাদের প্রথম হাইপার স্পোর্ট স্কুটিটি বাজারে লঞ্চ করেছে। সেটি চালু হওয়ার পর থেকেই বিশেষজ্ঞরা মনে করতে শুরু করেছেন যে, এই সংস্থার শেয়ারের দাম আরও বৃদ্ধি পেতে পারে (multibagger stocks higher returns)। নিঃসন্দেহে এই কোম্পানিটি বোনাস শেয়ারের ভিত্তিতে তাদের বিনিয়োগকারীদের এই বিপুল পরিমাণ রিটার্ন এনে দিয়েছে।
সংস্থাটির নাম কী?
কোম্পানিটির নাম হল টিভিএস মোটরস। গত শুক্রবার, এই সংস্থাটির শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছিল। মোট ৩৫০০ টাকার রেকর্ড ছুঁয়ে ফেলে এটি এবং ৩৪২৬.৯০ টাকায় লেনদেন বন্ধ হয় (tvs motors share)। অপরদিকে, গত পাঁচ বছরে টিভিএস মোটরসের শেয়ার প্রায় ৭০০% রিটার্ন দিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, হিরো মোটোকর্প যেখানে রিটার্ন দিয়েছে মাত্র ৮৪%, ওদিকে আইশার মোটরস দিয়েছে ১৯৮% এবং বাজাজের রিটার্ন যেখানে ২১৬%, সেখানে টিভিএস দিয়েছে ৭০০%। ভাবা যায়?
সেই মূল্য গিয়ে দাঁড়াত ১ কোটি টাকারও বেশি
ব্রোকারেজ ফার্ম ইলারা ক্যাপিটাল, অ্যাক্সিস সিকিউরিটিজ, আর বিএনপি পরিবাসও কিন্তু ইতিমধ্যেই টিভিএস মোটরসের শেয়ার বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত দিয়ে রেখেছে। গত ২০০৫ সালের ২ সেপ্টেম্বর, টিভিএস মোটরসের শেয়ারের দাম ছিল মাত্র ৪১.২৫ টাকা (share market news)। আর বর্তমানে ২০২৫ সালে দাঁড়িয়ে, এই সংস্থাটির শেয়ারের দাম হয়েছে ৩৪২৬.৯০ টাকা। অর্থাৎ, বিপুল পরিমাণ বৃদ্ধি। তাই কেউ যদি ২০০৫ সালে, টিভিএস মোটরসের ১ লক্ষ টাকার শেয়ার কিনতেন, তাহলে আজ সেই মূল্য গিয়ে দাঁড়াত ১ কোটি টাকারও বেশি।
গত দুই বছরে ১৩৮% রিটার্ন দিয়েছে
গত ২০১০ সালের সেপ্টেম্বর মাসে, এই সংস্থাটি আবার ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে। তার মানে হল, প্রতিটি শেয়ারের জন্য ১টি করে বোনাস শেয়ার দেওয়া হয়েছিল। আর সেইজন্য কোনও বিনিয়োগকারী যদি ২০০৫ সালে, ১ লক্ষ টাকার শেয়ার কিনে থাকেন, তাহলে বর্তমানে সময়ে শেয়ারের দামের ভিত্তিতে তিনি ২৪২৪টি শেয়ার হাতে পেতেন (multibagger penny stocks for 2025 in india)। তার সঙ্গে আবার বোনাস শেয়ার যুক্ত করা হলে, মোট শেয়ারের সংখ্যা পৌঁছে যাচ্ছে ৪৮৪৮ টাকাতে। আজ এই শেয়ারের দাম হল ১.৬৮ কোটি টাকা। তথ্য বলছে, গত দশ বছরে ১৪৫৯% এবং গত দুই বছরে ১৩৮% রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টকটি।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

