স্টকটির নাম হল অ্যাপোলো মাইক্রো সিস্টেমস (Apollo Micro Systems)।
512
এটি ভারতের ডিফেন্স সেক্টরের অন্যতম একটি জনপ্রিয় সংস্থা
গত পাঁচ বছরে বিপুল অঙ্কের রিটার্ন এসেছে এই স্টকটি থেকে (apollo micro systems news)।
612
পরিসংখ্যান কী বলছে?
২০২৫ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের নেট প্রফিটের পরিমাণ মোট ১৩.৯৬ কোটি টাকা। অন্যদিকে, গত ২০২৪ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে এই অঙ্কটা ছিল ১২.৯৩ কোটি টাকা (apollo micro systems share price target)।
712
অর্থাৎ, নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে প্রায় ৮%
তবে এটাও ঠিক যে, ২০২৫ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই সংস্থার নেট প্রফিট ২৩% কমে গেছিল (apollo micro systems share price target 2025)।
812
সবথেকে বড় বিষয়, নেট প্রফিটের সঙ্গেই রেভিনিউও বেড়েছে এই সংস্থাটির
চলতি বছরের জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের রেভিনিউ গিয়ে দাঁড়িয়েছে ১৬১.৭৭ কোটি টাকায়। গত বছর ঠিক একই সময়ে এই পরিমাণটা ছিল মোট ১৩৫.৪৪ কোটি টাকা। মানে ১৯% রেভিনিউ বৃদ্ধি পেয়েছে গত এক বছরে (multibagger stocks highest return)।
912
নেট প্রফিট কত বাড়ল?
২০২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৫ অর্থবর্ষে, অ্যাপোলো মাইক্রো সিস্টেমের নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে প্রায় ৮১.১৮% এবং রেভিনিউ বেড়েছে ৫১.২৪%। সেইসঙ্গে, EBITDA বৃদ্ধির পরিমাণ ৫৪%।
1012
এই শেয়ারে যারা বেশ কয়েক বছর আগে বিনিয়োগ করেছিলেন
তারা বর্তমানে বিপুল পরিমাণে রিটার্ন পাচ্ছেন এই স্টকটি থেকে (top 10 multibagger penny stocks)।
1112
গত পাঁচ বছরে কার্যত, ১৫৫০% রিটার্ন দিয়েছে এই স্টকটি
অপরদিকে, গত ২ বছরে রিটার্ন পাওয়া গেছে প্রায় ৩০৯%। তবে হ্যাঁ, গত এক বছরে বাজারে চলমান অস্থিরতার জেরে এই স্টকের পারফরম্যান্সে কিছুটা ভাটা এসেছে।
1212
কিন্তু তার মধ্যেও শেষ ছয় মাসে এই স্মল ক্যাপ স্টকের বৃদ্ধি হয়েছে প্রায় ৫২%
আর গত এক মাসে ১৭ শতাংশেরও বেশি দাম বৃদ্ধি পেয়েছে এই সংস্থাটির।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।