- Home
- Business News
- Other Business
- Multibagger Stock Highest Return: মাত্র ২ বছরেই লক্ষ লক্ষ টাকা রিটার্ন দিচ্ছে এই স্টক? সোনায় সোহাগা বিনিয়োগকারীরা
Multibagger Stock Highest Return: মাত্র ২ বছরেই লক্ষ লক্ষ টাকা রিটার্ন দিচ্ছে এই স্টক? সোনায় সোহাগা বিনিয়োগকারীরা
Multibagger Stock Highest Return: শেয়ার বাজারে আজকাল বিনিয়োগ করে অনেকেই লাভবান হতে চান।আর এবার তাদের জন্যই চলে এল মেগা আপডেট (share market investment)।

আসলে সবকিছুর পিছনেই আছে একটা উপযুক্ত গবেষণা
তাই সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে বিনিয়োগ করলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের (market investment)।
শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে
যে স্টকগুলিতে বিনিয়োগ করলে লাখপতি হওয়ার বিরাট সুযোগ অপেক্ষা করে আছে।
সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)
আর যদি নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে লাগাতার বিনিয়োগ করা যায়, তাহলে বিপুল মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger penny stocks for 2025 in india)।
আজ এমনই একটি স্টক নিয়ে আজ আলোচনা করা হবে
যে স্টকটি থেকে বিপুল পরিমাণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
কোন স্টক (stock) সেটি?
স্টকটির নাম হল আয়ুষ ওয়েলনেস ( Aayush Wellness Ltd)। এই সংস্থার স্টকটি মাত্র এক বছরের মধ্যেই ৫৩৯.৬৭% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (multibagger stocks higher returns)।
তাও মাত্র ২ বছরের মধ্যেই?
হ্যাঁ, মাত্র ২ বছরের মধ্যেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে মোট ৬৭ লক্ষ টাকা (aayush wellness limited share price target 2025)। অর্থাৎ, প্রায় ৫০ গুণেরও বেশি রিটার্ন পাওয়া গেছে এই স্টকটি থেকে।
পরিসংখ্যান কী বলছে?
গত ২ বছরের নিরিখে আয়ুষ ওয়েলনেস স্টকটি থেকে রিটার্ন মিলেছে ৫৬০০%। সেইসঙ্গে, চলতি মে মাসে মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংস্থাটির স্টক থেকে প্রায় ২০% মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা (multibagger stocks higher returns)।
দেখা যাচ্ছে, গত ৫৪ দিন যাবৎ, আয়ুষ ওয়েলনেস স্টকটির শেয়ারের দাম ক্রমশই বৃদ্ধি পেয়েছে
তবে ২০২৫ সালের ২৬ মার্চ, এই স্টকটির দাম একদিনেই প্রায় ৫৩.৯৩% কমে গেছিল (multibagger penny stocks for 2025)।
কিন্তু তারপর থেকেই লাগাতার বৃদ্ধি
প্রায় প্রতিদিনই আপার সার্কিটে থেকেছে এই স্টকটি এবং এই সংস্থার স্টকে বিনিয়োগ করে ব্যাপক মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা।
গত ১৯৮৪ সালে, আয়ুষ ওয়েলনেস সংস্থাটি স্থাপিত হয়েছিল
তারপর ২০২৪ সালের অগাস্ট মাসে, সংস্থাটির শেয়ার ১:১০ অনুপাতে স্প্লিট করা হয়েছিল। গত বছর, এই সংস্থাটি আয়ুষ ফুড অ্যান্ড হার্বস লিমিটেড থেকে নাম বদলে হয় আয়ুষ ওয়েলনেস লিমিটেড।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

